Sunday 07 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুড়িগ্রামে অরক্ষিত হাউজে পড়ে প্রাণ গেল শিশুর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ অক্টোবর ২০২৫ ১৭:২৭

চিলমারী নদী বন্দরের অরক্ষিত হাউজটি।

কুড়িগ্রাম: কুড়িগ্রামের চিলমারী নদী বন্দরের অরক্ষিত হাউজে পড়ে ৩ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালের দিকে চিলমারী নদীবন্দরে এ ঘটনা ঘটে। মৃত্যুর ঘটনাটি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদেন ইউপি সদস্য (মেম্বার) রুকনুজ্জামান স্বপন।

নিহত শিশুর নাম শামীম (৩)। সে রমনা মডেল ইউনিয়নের ব্যাপারী পাড়া এলাকার মমিনুল ইসলামের ছেলে।

অভিযোগ রয়েছে, বন্দর কর্তৃপক্ষের উদাসীনতার কারণে এর আগেও দুইটি শিশু ওই একই হাউজে পড়ে যায়। তবে তাদের ক্ষয়ক্ষতি হয়নি। এ নিয়ে ওই সময়ে সংশ্লিষ্টদের একাধিকবার হাউজ সংরক্ষণ করার কথা জানালেও এখনো অব্যবস্থাপনায় পড়ে আছে।

বিজ্ঞাপন

জানা গেছে, নির্মাণাধীন বন্দরের একটি অংশে হাউজ ছিল উন্মুক্ত অবস্থায়। ভিতরে পানি জমে ছিল। ঘটনার দিন সকালে নিহত শামীম ওইদিকে গেলে সেই অরক্ষিত হাউজে পড়ে মারা যায়।

চিলমারী নৌ-পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ কবির জানান, মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করা হচ্ছে। বাদীর অভিযোগের প্রেক্ষিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

 

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর