Thursday 09 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এনবিআরের বেলাল হোসাইন-কে এবার ওএসডি

সিনিয়র করেসপন্ডেন্ট
৯ অক্টোবর ২০২৫ ১৭:১৯ | আপডেট: ৯ অক্টোবর ২০২৫ ১৭:৫১

ঢাকা: জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বিসিএস (শুল্ক ও আবগারি) ক্যাডার ও সাবেক সদস্য মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরী-কে এবার ওএসডি করা হয়েছে।

বৃহস্পতিবার (০৯ অক্টোবর) অভ্যন্তরীণ সম্পদ বিভাগ-এর শুল্ক শাখা-২ এর উপসচিব মো. হুমায়ুন কবীরের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (শুল্ক ও আবগারি) ক্যাডারের কর্মকর্তা মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরী সদস্য (গ্রেড-২) ও প্রেসিডেন্ট, কাস্টমস, এক্সাইজ এবং মূল্য সংযোজন কর আপিল ট্রাইব্যুনাল, ঢাকা-কে জাতীয় রাজস্ব বোর্ড এর বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সদস্য) নিয়োগ করা হলো। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, এর আগে বুধবার (০৮ অক্টোবর) বেলাল হোসাইন চৌধুরী-কে এনবিআর সদস্য (গেড-২) থেকে বদলির মাধ্যমে কাস্টমস, এক্সাইজ এবং মূল্য সংযোজন কর আপিল ট্রাইব্যুনাল, ঢাকা-এর ড্রেসিডেন্ট পদে পদায়ন করা হয়।

জানা যায়, নানা অভিযোগ অভিযুক্ত এনবিআর সদস্য (মূসক বাস্তবায়ন ও আইটি) মোহাম্মদ বেলাল হোসাইন-কে বোর্ড থেকে সরিয়ে দেওয়া হয়েছে। জ্ঞাত আয়ের উৎসের বাইরে প্রায় পাঁচ কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগে তার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গত ৭ অক্টোবর এই মামলা দায়ের করা হয়েছে।

দুদক জানায়, বেলাল হোসাইনের এই অপরাধ প্রমাণিত হওয়ার কারণেই মামলাটি করা হয়েছে।

মামলায় বলা হয়, বেলাল হোসাইন যা করেছেন তা দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।

সারাবাংলা/ইএইচটি/এসআর

এনবিআর কর্মকর্তা মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরী-কে ওএসডি