Thursday 09 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মহাসড়কে ‘ছুরিকাঘাতে’ রক্তাক্ত পড়ে থাকা এক ব্যক্তির মৃত্যু

স্পেশাল করেসপন্ডেন্ট
৯ অক্টোবর ২০২৫ ১৭:৫১ | আপডেট: ৯ অক্টোবর ২০২৫ ১৯:০৯

সাতকানিয়া থানা। ফাইল ছবি

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় ‘ছুরিকাঘাতে’ আহত এক ব্যক্তির হাসপাতালে মৃত্যু হয়েছে।

বুধবার (৮ অক্টোবর) রাতে উপজেলার পাঠানিপুল এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশ থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নেন পথচারীরা।

নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৫৫ বছর। তার পরিচয় এখনও জানতে পারেনি পুলিশ। তবে ওই ব্যক্তি পাহাড়ি জনগোষ্ঠীর বলে ধারণা আইনশৃঙ্খলা বাহিনীর।

জানা গেছে, রক্তাক্ত অবস্থায় মহাসড়কের পাশে পড়ে থাকা ওই ব্যক্তিকে দেখে পথচারীরা প্রথমে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে গভীর রাতে তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার সারাবাংলাকে বলেন, ‘আহত ব্যক্তির পেটে ও শরীরের বিভিন্নস্থানে জখমের চিহ্ন ছিল। ছুরিকাঘাতের চিহ্ন বলে মনে হয়েছে। হাসপাতালে আনার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ পরে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।’

সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু মাহমুদ কাওসার সারাবাংলাকে বলেন, ‘আমরা শুনেছি ছুরিকাঘাতে মৃত্যু হয়েছে। তবে এটা আমরা এখনো নিশ্চিত নই। ময়নাতদন্ত প্রতিবেদনে বোঝা যাবে। লোকটাকে কেউ চিনতে পারছে না। আমরা তার পরিচয় শনাক্তের চেষ্টা করছি। আমরা এই ঘটনার তদন্ত করছি।’

সারাবাংলা/আরডি/পিটিএম

ছুরিকাঘাত টপ নিউজ মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর