Thursday 09 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘শাপলা প্রতীক ছাড়া দলের নিবন্ধন নেবে না এনসিপি’

স্টাফ করেসপন্ডেন্ট
৯ অক্টোবর ২০২৫ ১৯:১২ | আপডেট: ৯ অক্টোবর ২০২৫ ২০:১২

নির্বাচন কমিশনে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

ঢাকা: শাপলা প্রতীক বরাদ্দ দিতে ইসির আইনি বা রাজনৈতিক কোনো সমস্যা নেই, তাই শাপলা প্রতীক ছাড়া নিবন্ধন মানবে না এনসিপি—এমনটাই জানিয়েছেন দলটি মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) সন্ধ্যায় আগারগাঁওয়ের নির্বাচন কমিশনে (ইসি) শাপলা প্রতীকের দাবিতে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকের পর গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

এ সময় পাটওয়ারী আরও বলেন, নির্বাচন কমিশনের সামনে দু’টো পথ খোলা আছে। শাপলা প্রতীক দিতে হবে। অন্যথায় প্রতীকের তালিকা থেকে ধানের শীষ, সোনালি আঁশ বাদ দিতে হবে।

নাসীরুদ্দীন বলেন, দুই ঘণ্টার আলোচনায় এনসিপিকে শাপলা প্রতীক না দেওয়ার আইনি কোনো ব্যাখ্যা দিতে পারেনি কমিশন।

বিজ্ঞাপন

সেইসঙ্গে অন্য কোনো প্রতীকে এনসিপি’র নিবন্ধন হবে না জানিয়ে নাসীরুদ্দীন বলেন, শাপলা প্রতীক না পেলে গণতান্ত্রিক পন্থায় আন্দোলন চালিয়ে যাবে এনসিপি।

এনসিপির এই নেতা বলেন, আমরা আশা করি, আমাদের যারা ভাত্রীপ্রতিম অন্যান্য রাজনৈতিক সংগঠন রয়েছে, আমরা তাদের সাথে এ বিষয়ে ঐক্যবদ্ধ যে কারো প্রতীক বাতিল না হোক। সুতরাং শাপলা পেতে আইনি বাধা এবং রাজনৈতিক বাধা কোথাও দেখছি না। এজন্য আমরা আশাবাদী শাপলা পাব সে বিষয়টা আমরা জানিয়ে এসেছি উনাদেরকে। ওনারা এ বিষয়ে নিশ্চুপ ছিলেন। উত্তর দিতে পারেন নাই। আমরা ধরে নিব যে উনারা এটাতে সম্মতি প্রকাশ করেছেন। যেটা আমরা বিবাহের ক্ষেত্রে দেখি সম্মতি প্রকাশ করে থাকে।

পাটওয়ারী আরও বলেন, নির্বাচন কমিশন একটি স্বাধীন প্রতিষ্ঠান। কিন্তু আজ নির্বাচন কমিশনার বললেন, যে উনি নাকি মেন্টালি প্রস্তুত আগে যারা নির্বাচন কমিশনার ছিলেন তাদের মতো পরিস্থিতি বরণ করতে, তিনি মেন্টালি প্রস্তুত আছেন। এই ধরনের উদ্ভট কথাবার্তা এবং অনাকাঙ্ক্ষিত কথাবার্তা এবং উদ্ভট চিন্তাভাবনার যারা রয়েছেন আমরা স্টিল উনাদের পদত্যাগ চাচ্ছি না।

তিনি আরও বলেন, ইসি গত মিটিংয়ে আমাদের ডিজিএফআই-এর কিছু উদাহরণ দিয়েছিল, বিভিন্ন সংস্থার উদাহরণ দিয়েছিল, সেটাও আমরা আজকে বলেছি, যে আপনারা যদি কোথা থেকে প্রেসার ফিল করেন বা কেউ আপনাদেরকে চাপ দিয়ে থাকে, আপনারা আমাদেরকে জানান। আমরা আপনাদের কোনো কিছু বলব না। আমরা তাদের সঙ্গে রাজপথে মোকাবিলা করবো। কোনো অদৃশ্য শক্তি পেছনে রেখে আপনি (ইসি সচিব) প্রেসারটা নিয়েন না। আপনি এমনি অসুস্থ মানুষ। আপনি এ ধরনের প্রেশার সহ্য করতে পারবেন না। তারপরে উনি চুপ ছিল। কিন্তু যেহেতু ব্যাখ্যা দিতে পারেননি। আমরা ওনাদেরকে বলে দিয়েছি যে নিবন্ধন যদি আমাদেরকে দিতে হয় এবং নিবন্ধন প্রশ্নে সেটা শাপলা দিয়েই হবে। শাপলা ছাড়া এনসিপির নিবন্ধন হবে না। এনসিপিও শাপলা ছাড়া নিবন্ধন মানবে না।

তিনি আরও বলেন, আমরা শাপলার ক্ষেত্রে অনড় আছি, অনড় থাকবো। কারণ এটা অধিকার।

এ সময় দলের মুখ্য সমন্বয়ক খালেদ সাইফুল্লাহ বলেন, এনসিপি দাবি জানিয়েছে যে নির্বাচনের দিন যাদের বয়স ১৮ বছর পূর্ণ হবে, তারা যেন ভোট দেওয়ার সুযোগ পান।

যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা বলেন, জাতীয় লীগের মতো ‘অকার্যকর ও বিলুপ্ত’ দলের নিবন্ধন দেওয়ার প্রক্রিয়ায় জড়িত নির্বাচন কমিশনের (ইসি) কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছি আমরা।

এর আগে, বারবার দাবি করলেও ‘শাপলা’ প্রতীক ইসির নির্বাচন পরিচালনা বিধিতে না থাকায় এনসিপিকে বরাদ্দ দেওয়া যাচ্ছে না বলে ইসির পক্ষ থেকে জানানো হয়। এর ধারাবাহিকতায় ৩০ সেপ্টেম্বর ইসির তরফে এনসিপিকে প্রতীক বাছাইয়ের জন্য চিঠি দেওয়া হয় এবং ৭ অক্টোবরের মধ্যে তা জানানোর জন্য অনুরোধ করা হয়।

ইসির অনুরোধ নাকচ করে ৭ অক্টোবর ফের ‘শাপলা’ প্রতীক তালিকায় যুক্ত করতে নির্বাচন পরিচালনা বিধি সংশোধনের দাবি জানিয়েছে দলটি। সেক্ষেত্রে ‘শাপলা’, ‘সাদা শাপলা’ ও ‘লাল শাপলা’র যে কোনো একটি প্রতীক এনসিপির নামে বরাদ্দ করবে বলে আশা প্রকাশ করে চিঠি দেন দলের আহ্বায়ক মো. নাহিদ ইসলাম।

 

সারাবাংলা/এনএল/এনজে

এনসিপি শাপলা প্রতীক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর