Thursday 09 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘কারিগরি শিক্ষায় বাংলাদেশ অনেক পিছিয়ে আছে’

স্পেশাল করেসপন্ডেন্ট
৯ অক্টোবর ২০২৫ ১৯:৪২ | আপডেট: ৯ অক্টোবর ২০২৫ ২১:১৮

ইউসেপ-বাংলাদেশের বোর্ড অব গভর্নরসের সাবেক চেয়ারম্যান ও একে খান ফাউন্ডেশনের ট্রাস্টি সেক্রেটারি সালাউদ্দিন কাশেম খান।

চট্টগ্রাম ব্যুরো: কারিগরি শিক্ষায় উন্নত দেশের তুলনায় বাংলাদেশ অনেক পিছিয়ে আছে বলে মন্তব্য করেছেন সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষামূলক কর্মসূচি ইউসেপ-বাংলাদেশের বোর্ড অব গভর্নরসের সাবেক চেয়ারম্যান ও একে খান ফাউন্ডেশনের ট্রাস্টি সেক্রেটারি সালাউদ্দিন কাশেম খান।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে নগরীর কালুরঘাটে ‘একে খান-ইউসেপ টিভিইটি কমপ্লেক্স’ ভবনের নির্মাণকাজের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে সালাউদ্দিন কাশেম খান বলেন, ‘বিশ্ব এগিয়ে যাচ্ছে প্রযুক্তির হাতে হাত রেখে। প্রযুক্তিমূলক, কারিগরি, বৃত্তিমূলক শিক্ষা এখন সময়ের দাবি। আমাদের এই ছোট্ট ভূখণ্ডে বিপুল জনগোষ্ঠীর বসবাস। তাদের কাজের চাহিদা মেটাতে সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষাকে নতুনভাবে সাজানো এখন সময়ের দাবি। এই লক্ষ্যকে সামনে রেখে গত ৫০ বছর ধরে ইউসেপ-বাংলাদেশ কারিগরি শিক্ষা দিয়ে আসছে।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘যেহেতু আগামীর পৃথিবী হবে প্রযুক্তিনির্ভর ও পরিবর্তনমুখী, তাই কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার প্রতি আমাদের মনোযোগী হতে হবে। কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় উন্নত দেশগুলো অনেক এগিয়ে গেছে। সেই তুলনায় বলা যায়, বাংলাদেশ পিছিয়ে আছে বহু দিক থেকে। উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে এবং মানসম্মত কারিগরি শিক্ষা ব্যবস্থা তৈরি করতে হলে একটি সঠিক নীতিমালা প্রয়োজন।’

আলোচনা অনুষ্ঠানের পর ফলক উন্মোচনের মাধ্যমে নতুন ভবনের নির্মাণ কাজের উদ্বোধন করেন সালাউদ্দিন কাশেম খান ও একে খান অ্যান্ড কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান এ এম জিয়াউদ্দিন খান।

ইউসেপ-বাংলাদেশের বোর্ড অব গভর্নরসের (বিওজি) চেয়ারম্যান ড.ওবাইদুর রবের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- সংস্থাটির সাবেক বিওজি চেয়ারম্যান পারভীন মাহমুদ চৌধুরী, একে খান অ্যান্ড কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান এ এম জিয়াউদ্দিন খান, ইউসেপ-বাংলাদেশের নির্বাহী পরিচালক ড. মো. আব্দুল করিম এবং কর্মসূচি প্রকৌশলী আব্দুল মান্নান।

উল্লেখ্য, সদ্য স্বাধীন বাংলাদেশে ১৯৭২ সালে নিউজিল্যান্ডের নাগরিক লিন্ডসে এ্যালেন চেইনী সুবিধাবঞ্চিত পথ-শিশুদের কারিগরি শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার জন্য ইউসেপ প্রতিষ্ঠা করেন। দেশের ৮টি ভৌগলিক এলাকায় ইউসেপ-বাংলাদেশ ৪১টি ট্রেডকোর্স পরিচালনা করছে, যাতে ৩৫ হাজার শিশু পড়াশোনা করছে।

সারাবাংলা/আরডি/এইচআই

ইউসেপ কারিগরি শিক্ষা সালাউদ্দিন কাশেম খান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর