Thursday 09 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অনলাইনে সরকারি অনুমোদিত ওয়াকিটকি ও রিপিটার কেনার সুযোগ

সিনিয়র করেসপন্ডেন্ট
৯ অক্টোবর ২০২৫ ২০:০৬

ঢাকা: দেশে যোগাযোগ কার্যক্রমকে আরও নিরাপদ ও সুশৃঙ্খল করতে সরকারি অনুমোদিত ও বৈধ যোগাযোগ যন্ত্র সরবরাহে কাজ করছে দেশীয় প্রতিষ্ঠান ডিজিটাল ট্রেড করপোরেশন (ডিজিটাল ট্রেড কর্পোরেশন)। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) অনুমোদিত এ প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকে এখন অনলাইনে ওয়াকিটকি, রিপিটার এবং সংশ্লিষ্ট অ্যাক্সেসরিজ কেনা যাচ্ছে সহজে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রাহকেরা সম্পূর্ণ লিগ্যাল লাইসেন্স প্রক্রিয়ায় এসব পণ্য ক্রয়ের সুযোগ পাচ্ছেন, যেখানে রয়েছে নানা সুবিধা ও সাশ্রয়ী মূল্য।

বিজ্ঞাপন

প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে বিভিন্ন ব্র্যান্ড ও মডেলের ওয়াকিটকি ও রিপিটার পাওয়া যাচ্ছে। এর মধ্যে জনপ্রিয় মডেলগুলো হলো— ইয়ানটন-২৪৫, ইয়ানটন-৩২৮, মটোরোলা জিপি-১২৮, মটোরোলা ইভিএক্স-২৬১, এয়ারকম-৩৭৯এল, ডিকম-৩০০, বাওফেং বিএফ-৮৮৮এস, এয়ারকম এসি-২৪৫, এয়ারকম এসি-৩৭৯এল প্লাস এসবিআর।

এই ডিভাইসগুলো মোবাইল নেটওয়ার্কের ওপর নির্ভরশীল নয় এবং দীর্ঘ রেঞ্জ কভারেজের কারণে ইভেন্ট অর্গানাইজার, সিকিউরিটি এজেন্সি, রেস্টুরেন্ট, হাসপাতাল, কারখানা ও নির্মাণ সাইটে ব্যবহারের জন্য উপযোগী। এগুলোর শক্তিশালী ব্যাটারি সারাদিন অবিচ্ছিন্নভাবে কাজ করার সক্ষমতা রাখে।

প্রতিষ্ঠানটি জানায়, ডিজিটাল ট্রেড করপোরেশনের ওয়েবসাইটে ওয়াকিটকির পাশাপাশি অ্যান্টেনা, ব্যাটারি, হেডসেটসহ বিভিন্ন অ্যাক্সেসরিজও পাওয়া যাচ্ছে। এছাড়া সেফটি আইটেম হিসেবে হেলমেট, গ্লোভস, গগলস, সেফটি জুতা, বেল্ট ও মেটাল ডিটেকটরও রয়েছে সাইটে। সরকারি অনুমোদন সাপেক্ষে যে কেউ এই ওয়েবসাইটের মাধ্যমে প্রয়োজনীয় পণ্য অর্ডার করতে পারবেন।

সারাবাংলা/ইএইচটি/এনজে

ওয়াকিটকি রিপিটার