Thursday 09 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হামজার গোলে লিড পেলেও হাফ টাইমে ১-১ এ সমতা

ফাহিম মাশরুর স্পোর্টস করেসপন্ডেন্ট
৯ অক্টোবর ২০২৫ ২১:০৪ | আপডেট: ৯ অক্টোবর ২০২৫ ২২:৪৫

ম্যাচের শুরুতেই হামজা চৌধুরীর দুর্দান্ত এক ফ্রি কিকে লিড পেয়েছিলেন তারা। হংকংয়ের বিপক্ষে সেই লিডটা অবশ্য হাফ টাইম পর্যন্ত ধরে রাখতে পারল না বাংলাদেশ দল। এশিয়ান কাপের বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে প্রথমার্ধের অন্তিম মুহূর্তের গোল হজম করেছে বাংলাদেশ। ম্যাচে এখন তাই ১-১ এ সমতা।

ঢাকা জাতীয় স্টেডিয়ামে হংকংয়ের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ। ম্যাচের শুরু থেকেই দাপুটে ফুটবল খেলেছে বাংলাদেশ দল। শমিত-ফাহমিদুলদের ছাড়াই মাঠে নেমেছিলেন তারা।

ম্যাচের মাত্র ১৩ মিনিটের মাথায় লিড নেয় বাংলাদেশ। বক্সের অনেকটাই বাইরে ফ্রি কিক পায় বাংলাদেশ। হামজার দারুণ এক কিকে লিড নেয় বাংলাদেশ। জাতীয় দলের হয়ে নিজের দ্বিতীয় গোলের দেখা পেলেন এই তারকা ফুটবলার।

বিজ্ঞাপন

প্রথমার্ধের পরের প্রায় পুরো সময়টাই হংকংকে স্বস্তিতে থাকতে দেয়নি বাংলাদেশ। তবে দ্বিতীয় গোলটা আদায় করে নিতে পারেনি বাংলাদেশ।

হাফ টাইমের ঠিক আগে গোল হজম করে বাংলাদেশ। রেফারির বাঁশি বাজানোর আগ মুহূর্তে গোল পায় হংকং। এই গোলেই ১-১ এ সমতা নিয়ে বিরতিতে যায় দুই দল।

সারাবাংলা/এফএম

বাংলাদেশ-হংকং হামজা চৌধুরী

বিজ্ঞাপন

আরো

ফাহিম মাশরুর - আরো পড়ুন
সম্পর্কিত খবর