ঢাকা: ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি)-এর শুক্রবার (১০ অক্টোবর) রাতে নির্ধারিত সময়ে এটিএমসহ ব্যাংকের সাতটি গুরুত্বপূর্ণ সেবা সাময়িকভাবে বন্ধ রাখা হবে। সেবার মান ও নিরাপত্তা আরও উন্নত করার অংশ হিসেবে এই নির্ধারিত রক্ষণাবেক্ষণ (সিস্টেম মেইনটেন্যান্স) কার্যক্রম পরিচালনা করা হবে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) ব্যাংকের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
ইউসিবির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১০ অক্টোবর শুক্রবার অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাত ১টা থেকে সকাল ৭টা পর্যন্ত ব্যাংকের বিভিন্ন ডিজিটাল সেবা অচল থাকবে।
এ সময় গ্রাহকরা এটিএম, পস, ই-কমার্স ও পেমেন্ট গেটওয়ে সেবা ব্যবহার করতে পারবেন না। একইসঙ্গে ডেবিট, ক্রেডিট ও প্রিপেইড কার্ড সেবা, ইউনেট এবং ফান্ড ট্রান্সফার সেবা সাময়িকভাবে বন্ধ থাকবে। এছাড়া এনপিএসবি অ্যাকোয়ারিং সেবাও এই সময়ের মধ্যে চালু থাকবে না।
তবে রক্ষণাবেক্ষণ কার্যক্রম শেষে সকাল ৭টা থেকে সব সেবা স্বাভাবিকভাবে চালু হয়ে যাবে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে ইউসিবি জানিয়েছে, এই উদ্যোগের মাধ্যমে ভবিষ্যতে সেবা আরও দ্রুত, নিরাপদ ও নিরবচ্ছিন্নভাবে প্রদান করা সম্ভব হবে।