ঢাকা: দেশের আর্থিক খাতের স্থিতিশীলতা রক্ষা ও আর্থিক খাতের ওপর জনগণের আস্থা বাড়াতে বিদ্যমান ‘ব্যাংক আমানত বীমা আইন ২০০০’ সংশোধন করে ‘আমানত সুরক্ষা অধ্যাদেশ ২০২৫’ প্রণয়ন করেছে সরকার। সংশোধিত অধ্যাদেশে ৬টি অধ্যায় ও ৩৩টি ধারা রয়েছে।
বৃহস্পতিবার (০৯ অক্টোবর) অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদ-এর সভায় অধ্যাদেশের খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বৈঠকে সভাপতিত্ব করেন।
সংশোধিত খসড়ায় আমানত সুরক্ষায় আর্থিক প্রতিষ্ঠানগুলোকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। যা আগে শুধু ব্যাংকের গ্রাহকদের জন্য প্রযোজ্য ছিল এবং সুরক্ষিত আমানতের পরিমাণ ১ লাখ টাকা থেকে বাড়িয়ে সর্বোচ্চ ২ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। সুরক্ষিত আমানত পরিশোধের সময়সীমা ১৮০ দিনের পরিবর্তে ১৭ কার্যদিবসের মধ্যে পরিশোধ করতে বলা হয়েছে।
সুরক্ষিত আমানতের সর্বোচ্চ সীমার বিষয়ে প্রস্তাবনায় বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান বিভাগ-এর হিসাব অনুযায়ী, এতে প্রায় ৯৩ শতাংশ আমানতকারীকে সুরক্ষা দেওয়া সম্ভব হবে। প্রতি তিন বছরে একবার এ সুরক্ষা সীমা পর্যালোচনা করা হবে।
সংশোধিত অধ্যাদেশে অন্যান্য উল্লেখযোগ্য বিষয়ের মধ্যে রয়েছে- কেন্দ্রীয় ব্যাংকে ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের জন্য পৃথক ‘আমানত সুরক্ষা তহবিল’ গঠন করা হবে। এ তহবিল দুটি পরস্পর বিনিমিয়যোগ্য হবে না এবং পরস্পরের মধ্যে ঋণ আদান-প্রদান করতে পারবে না। তহবিল পরিচালনা ও প্রশাসনের জন্য একটি ট্রাস্টি বোর্ড থাকবে এবং বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ এ তহবিলের ট্রাস্টি বোর্ড হবে। তবে তহবিলটি অন্যান্য তহবিল থেকে স্বতন্ত্র হবে এবং বাংলাদেশ ব্যাংকের দায় ও সম্পদের অন্তর্ভুক্ত হবে না। তহবিল পরিচালনায় ‘আমানত সুরক্ষা বিভাগ’ নামে একটি পৃথক বিভাগ গঠন করা হবে এবং এটি বাংলাদেশ ব্যাংকের অন্যান্য বিভাগ থেকে পৃথক ও স্বতন্ত্র হবে।
অধ্যাদেশ জারির পর বিদ্যমান আইন অনুযায়ী, তফসিলি ব্যাংকগুলো স্বয়ংক্রিয়ভাবে আমানত সুরক্ষা তহবিল-এর সদস্য হিসেবে গণ্য হবে। কোনো নতুন ব্যাংকের লাইসেন্স দেওয়া হলে সেটিও আইন অনুযায়ী তহবিলের সদস্য হিসেবে গণ্য হবে। তবে লাইসেন্স প্রাপ্তির ১ মাসের মধ্যে প্রারম্ভিক প্রিমিয়াম জমা দিতে হবে।
অন্যদিকে বিদ্যমান আর্থিক প্রতিষ্ঠান এবং নতুন লাইসেন্স প্রাপ্তরা ২০২৮ সালের ১ জুলাই এ আইনের আওতায় তহবিলের সদস্য হবে এবং ওই বছর ৩১ জুলাইয়ের মধ্যে প্রারম্ভিক প্রিমিয়াম জমা দেবে।
প্রিমিয়াম হারের পরিমাণ হচ্ছে পরিশোধিত মূলধনের দশমিক ৫০ শতাংশ বা ট্রাস্টি বোর্ড কর্তৃক নির্ধারিত পরিমাণ। তবে এটি পরিশোধিত মূলধনের দশমিক ৫০ শতাংতের কম হবে না। সংশোধিত অধ্যাদেশে আমানত সুরক্ষা তহবিল থেকে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর রেজল্যুশনের ক্ষেত্রে শর্তসাপেক্ষে আর্থিক সহায়তা প্রদানের বিধান রাখা হয়েছে। এ বিধানের আলোকে একীভূত হওয়ার প্রক্রিয়াধীনে থাকা ৫টি শরীয়াহভিত্তিক ইসলামি ব্যাংকের গ্রাহকদের আমানতের সুরক্ষায় ১২ হাজার কোটি টাকা প্রদানের প্রস্তাব করা হয়েছে। এছাড়া এ তহবিলের অর্থ বিনিয়োগের ক্ষেত্রে অধিক মুনাফার চেয়ে নিরাপদ বিনিয়োগ ক্ষেত্র, বৈচিত্র ও তহবিলের তারল্য সংরক্ষণকে প্রাধান্য দেওয়া হয়েছে।