Thursday 09 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিলেটে দেড় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ, গ্রেফতার ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ অক্টোবর ২০২৫ ২২:৩৭ | আপডেট: ১০ অক্টোবর ২০২৫ ০১:৫৬

দুই চোরাকারবারীকে আটক করেছে বিজিবি। ছবি: সংগৃহীত

সিলেট: সিলেটের সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় বডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর পৃথক অভিযানে ভারতীয় মদ, শাড়ি, গরু, চিনি, জিরা ও বালু উত্তোলনকারী নৌকাসহ প্রায় ১ কোটি ৫০ লাখ টাকার চোরাচালান পণ্য আটক করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সিলেট ব্যাটেলিয়ন (৪৮) নেতৃত্বে ৮ ও ৯ অক্টোবর ব্যাটালিয়নের দায়িত্বাধীন সীমান্তবর্তী নোয়াকোট, শ্রীপুর, প্রতাপপুর, দমদমিয়া ও সোনালীচেলা বিওপি এলাকায় একাধিক অভিযান পরিচালিত হয়। অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালান পণ্য আটক করা হয়।

এ ছাড়া ব্যাটালিয়ন সদর থেকে পাঠানো একটি বিশেষ টহল দল সেনাবাহিনীর সহায়তায় গোয়াইনঘাট উপজেলার হাদারপাড় এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় জিরা উদ্ধার করে এবং ঘটনাস্থল থেকে দুই চোরাকারবারীকে আটক করে। আটককৃত ব্যক্তিদের পরবর্তীতে গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়। আটকরা দুজন হলেন-মো: জাহিদুল ইসলাম (৩৮) ও আকাশ চন্দ্র (১৮)।

বিজ্ঞাপন

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ নাজমুল হক জানান, সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা এবং অভিযান অব্যাহত রয়েছে। সীমান্তে মাদক ও অবৈধ বাণিজ্য রোধে বিজিবির এ ধরনের কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালিত হবে।

উল্লেখ্য, এর আগে বুধবার ৮ (অক্টোবর) বিজিবির অভিযানে তিন কোটি টাকার গরু-মহিষ ভারতীয় সীমান্ত এলাকা থেকে জব্দ করা হয়।

সারাবাংলা/জিজি

ভারতীয় পণ্য জব্দ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর