Thursday 09 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাসা ভাড়া নেওয়ার নামে চুরি, চক্রের ৩ নারী সদস্য গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট
৯ অক্টোবর ২০২৫ ২৩:০৬ | আপডেট: ১০ অক্টোবর ২০২৫ ০২:০৭

গ্রেফতার তিন আসামি।

ঢাকা: রাজধানীতে বাসা ভাড়া নেওয়ার কথা বলে দামি মোবাইল ফোন চুরির অভিযোগে সংঘবদ্ধ চক্রের তিন নারী সদস্য গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাতে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি জানিয়েছেন।

গ্রেফতার আসামিরা হলেন- তিশা আক্তার (২১), ঈশা আক্তার (১৮) ও জেসমিন (৪২)।

তালেবুর রহমান বলেন, ‘তিশা ও ঈশা গত ৬ সেপ্টেম্বর ধানমন্ডি ৬ নম্বর রোডের একটি ফ্ল্যাটে বাসা ভাড়া নেওয়ার কথা বলে প্রবেশ করে। পরে কৌশলে ওই বাসা থেকে তিনটি দামি মোবাইল ফোন চুরি করে। এ ঘটনায় ধানমন্ডি মডেল থানায় একটি মামলা করা হয়। এরপর গত ১৯ সেপ্টেম্বর ধানমন্ডি ৫ নম্বর রোডের অপর একটি বাসা থেকে একইভাবে আরও একটি দামি মোবাইল ফোন চুরি করে নিয়ে যায়। এই ঘটনায়ও ধানমন্ডি মডেল থানায় মামলা করা হয়।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘তিশা ও ঈশা গত ২৫ সেপ্টেম্বর সবুজবাগ থানা এলাকায় একটি ফ্ল্যাটে একইভাবে চুরি করতে গিয়ে আটক হয়। পরবর্তীতে আসামিদের ধানমন্ডি মডেল থানার মামলায় আদালতের মাধ্যমে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে নেওয়া হয়। জিজ্ঞাসাবাদে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে গত ৭ অক্টোবর রাত ৭টা ৫০ মিনিটে জেসমিনকে একটি পার্সসহ ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালের সামনে থেকে গ্রেফতার করা হয়।’

তিনি আরও বলেন, ‘গ্রেফতার আসামিরা ধানমন্ডি, কলাবাগান, সবুজবাগসহ রাজধানীর বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে একই কায়দায় মূল্যবান জিনিসপত্র চুরি করে আসছিল।’

সারাবাংলা/এমএইচ/এইচআই

গ্রেফতার চুরি নারী সদস্য বাসা ভাড়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর