ব্রাহ্মণবাড়িয়া: টাইফয়েড টিকা নিতে জেলায় এ পর্যন্ত মোট ৭ লাখ ৩৫ হাজার ৫২৭ শিশুর রেজিস্ট্রেশন সম্পন্ন করেছে। এর মধ্যে ৪ লাখ ৯ হাজার ২২৯ জন শিক্ষার্থী। এছাড়া, কমিউনিটি পর্যায়ে ৩ লাখ ২৮ হাজার ২৯৮ শিশুর রেজিস্ট্রেশন হয়েছে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। জেলা সিভিল সার্জন কার্যালয় এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, জেলার ৯ মাস থেকে ১৫ বছর বয়সী মোট ১১ লাখ ৫০ হাজার শিশুকে টাইফয়েডের টিকা দেওয়া হবে। আগামী ১২ অক্টোবর থেকে শুরু হবে এই টিকাদান কর্মসূচি। জেলাব্যাপী এই কার্যক্রম সফল করতে সব পর্যায়ে সচেতনতা ও অংশগ্রহণ নিশ্চিত করা হচ্ছে। শিক্ষাপ্রতিষ্ঠান ও কমিউনিটি পর্যায়ে নিবন্ধন ও টিকাদান কার্যক্রমে জোর দেওয়া হচ্ছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. মোহাম্মদ নোমান মিয়া, সিভিল সার্জন কার্যালয়ের সহকারী অধ্যাপক ইনসিটু ডা. মোহাম্মদ মাহমুদুল হাসান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সার্ভিল্যান্স অ্যান্ড ইম্যুনাইজেশন মেডিকেল অফিসার ডা. সুবল চন্দ্র সাহা, জেলা তথ্য কর্মকর্তা দীপক চন্দ্র দাস, জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক মোহাম্মদ মনিরুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ বাহারুল ইসলাম মোল্লা।