Friday 10 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লক্ষ্মীপুরে মা-মেয়েকে গলা কেটে হত্যা, স্বর্ণালংকার লুট

স্টাফ করেসপন্ডেন্ট
৯ অক্টোবর ২০২৫ ২৩:৫১ | আপডেট: ১০ অক্টোবর ২০২৫ ০০:০৯

ঘটনাস্থলে পুলিশ।

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রামগঞ্জে জুলেখা বেগম (৫৫) ও তার মেয়ে কলেজছাত্রী তানহা আক্তার মীমকে (১৯) বাসায় ঢুকে গলা কেটে হত্যা করেছে দুর্বত্তরা।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে ৮টার মধ্যে কোনো এক সময়ে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের মঙ্গল বাড়িতে এ হত্যাকাণ্ড ঘটে।

এ সময় ঘরে থাকা প্রায় ৩০ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় ঘাতকরা।

রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বারী বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত জুলেখা রামগঞ্জের সোনাপুর বাজারের ক্রোকারিজ ব্যবসায়ী মিজানুর রহমানের স্ত্রী ও মীম তাদের সন্তান। মীম রামগঞ্জ মডেল কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী।

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় বাড়ির পুরুষ সদস্যরা বাজারে ছিলেন। সেই সুযোগে দুর্বৃত্তরা বাড়িতে ঢুকে মা ও মেয়েকে গলা কেটে হত্যা করে। এরপর তারা প্রায় ৩০ ভরি স্বর্ণালংকারসহ অন্যান্য মূল্যবান মালামাল লুট করে পালিয়ে যায়। বাজার থেকে পরিবারের সদস্যরা বাড়িতে গিয়ে মরদেহ বাসার মেঝেতে পড়ে থাকতে দেখেন।

রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বারী বলেন, ‘দুটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। আমরা ঘটনাস্থল আছি। স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে ঘাতকরা।’

সহকারী পুলিশ সুপার (রায়পুর সার্কেল) জামিলুল হক বলেন, ‘কে বা কারা ঘটনাটি ঘটিয়েছে তা জানা যায়নি। পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশনের (পিবিআই) একটি টিম ঘটনাস্থল যাচ্ছে।’

প্রসঙ্গত, এর আগে গত ১৩ মে রাতে একই উপজেলার একই ইউনিয়নের কালুপুর গ্রামের ক্বারী সাহেবের বাড়িতে ঘরে ঢুকে তাজিয়া বেগম (৬৫) নামে এক নারীকে গলা কেটে হত্যা করা হয়।

সারাবাংলা/এসআর/এইচআই

গলা কেটে হত্যা স্বর্ণালংকার লুট হত্যা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর