Friday 10 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাতক্ষীরা শ্যামনগর ছাত্রদল আহ্বায়কের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ অক্টোবর ২০২৫ ১১:১০ | আপডেট: ১০ অক্টোবর ২০২৫ ১৩:৫০

ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল কাইয়ুম আবু।

সাতক্ষীরা: চাঁদা না পেয়ে প্রতিপক্ষের বসতবাড়ি ও চিংড়ি ঘেরে হামলাসহ ভাঙচুর এবং লুটপাটের অভিযোগে ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল কাইয়ুম আবুর বিরুদ্ধে বিরুদ্ধে মামলা হয়েছে।

উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের দক্ষিণ ধুমঘাট গ্রামের মোবারক আলীর ছেলে আব্দুর রশিদ বাদী হয়ে সাতক্ষীরার বিজ্ঞ দ্রুত বিচার আদালতে মামলাটি দায়ের করেছেন।

গত ২৮ সেপ্টেম্বর বিজ্ঞ আদালতে আর্জি উপস্থাপনের পর বিচারক সোমবার মামলাটি গ্রহণপূর্বক শুনানীর জন্য ১৬ নভেম্বর পরবর্তী দিন ধার্য্য করেছেন।

শ্যামনগর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবু উপজেলার আবাদচন্ডিপুর মুনসুর সরদার গ্যারেজ এলাকার ডা. লুৎফর রহমানের ছেলে। মামলায় শ্যামনগর উপজেলার টেংরাখালী গ্রামের হাবিবুর রহমান গাজী, ইমরান হোসেন, নাইম ও অন্তাখালী গ্রামের এবাদুল গাজীসহ অজ্ঞাত নামীয় পাঁচ/ছয় জনকে আসামি করা হয়েছে।

বিজ্ঞাপন

মামলার বিবরণে উল্লেখ করা হয়েছে, জমি নিয়ে পূর্ব বিরোধের জেরে আব্দুর রশিদের শীলতলা ধুমঘাট এলাকার ভোগদখলীয় সম্পত্তি জবরদখলে দীর্ঘদিন ধরে চেষ্টা করছিল প্রতিপক্ষ। একপর্যায়ে উক্ত সম্পত্তিতে চিংড়ি ঘের পরিচালনা করার শর্তে তারা আব্দুর রশিদের নিকট তিন লাখ টাকা চাঁদা দাবি করে। তবে, চাঁদা না পেয়ে গত ২১ সেপ্টেম্বর ছাত্রদল আহ্বায়ক আবুর নেতৃত্বে উল্লেখিত আসামিরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে তার বসতবাড়িতে হামলা করে। একপর্যায়ে নগদ ৮০ হাজার টাকা লুটসহ ঘরের ছাউনি ও মোটরসাইকেল ভাঙচুরের পাশাপাশি ঘর থেকে জিনিসপত্র বাইরে এনে আগুন লাগিয়ে দেয়। পরবর্তীতে চিংড়িঘেরে হামলা চালিয়ে আরও প্রায় দুই লাখ টাকার ক্ষতিসাধন করে।

বাদী আব্দুর রশিদের ভাষ্য অনুযায়ী, থানায় মামলা করতে না পেরে তিনি আদালতে মামলা দায়ের করেছেন। আসামিরা রাজনৈতিকভাবে প্রভাবশালী হওয়ার কারণে মামলা দায়েরের পর থেকে পরিবারের সদস্যসহ তাকে নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে। এমনকি একজন স্বাক্ষীর বোনকে হুমকি দেওয়া হয়েছে। ফলে তিনি থানায় সাধারণ ডায়েরি করবেন।

মামলা এবং অভিযোগের বিষয়ে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কাইয়ুম আবু বলেন, ‘এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। ইতোপূর্বে, তিনি এমন একটি বিষয় পত্রিকায় দেখেছিলেন এবং মৎস্য ঘেরসহ বসতবাড়ি ঠিকঠাক রয়েছে। মটর সাইকেলটি আগে থেকে ভাঙা ছিল বলে পত্রিকায় রিপোর্ট হয়েছিল। আমাকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করতে এসব চক্রান্ত চলছে।’

উল্লেখ্য, উক্ত ছাত্রদল নেতার বিরুদ্ধে ইতোপূর্বে জেলেখালী নাসিরাবাদ এতিমখানার অনুকুলে থাকা সরকারি খাল ও শাওন ফিস নামীয় এক হাজার বিঘা আয়তনের চিংড়ি ঘের দখল চেষ্টার অভিযোগ রয়েছে। এ ছাড়া, মাদককাণ্ডের জেরে ছাত্রদল কর্মীর পক্ষ নিয়ে পুলিশ কর্মকর্তাকে হুমকি প্রদানের মত নানান বিতর্কিত ঘটনার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

সারাবাংলা/এসডব্লিউ

আব্দুল্লাহ আল কাইয়ুম আবু চাঁদাবাজির মামলা শ্যামনগর ছাত্রদল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর