Saturday 10 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টাঙ্গাইল নানা আয়োজনে বিশ্ব ডিম দিবস পালিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ অক্টোবর ২০২৫ ১৬:১৫

টাঙ্গাইলে আয়োজিত র‍্যালি ও আলোচনা সভা।

টাঙ্গাইল: “ডিম আছে প্রাটিন, খেতে হবে প্রতিদিন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও বিনামূল্যে শিক্ষার্থীদর মাঝে ডিম বিতরণসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব ডিম দিবস পালিত হয়েছে।

শুক্রবার (১০ অক্টোবর) সকালে শহরের শান্তিকুঞ্জ মোড়ে অবস্থিত সদর উপজলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতালর সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়।

র‌্যালিটির গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ভেটেরিনারি হাসপাতালের অডিটরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. হেলাল উদ্দিন খান।

বিজ্ঞাপন

টাঙ্গাইল সদর উপজলা প্রাণি সম্পদ কর্মকর্তা মেহেদী হাসানের সভাপতিত্বে আলাচনা সভায় বক্তব্য দেন জেলা ভেটেরিনারি অফিসার ডা. রোশনী আক্তার, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা ডা. শহিদুল আলম, ভেটেরিনারি সার্জন ডা. শাহীন আলম, বাংলাদশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশনের নির্বাহী সদস্য মো. আলমগীর হাসান স্বপন, জেলা পোল্ট্রি সমিতির সভাপতি সাইফুল ইসলাম প্রমুখ।

এর আগে, জেলা প্রাণিসম্পদ দফতরের উদ্যোগে টাঙ্গাইল শহরের বেপাড়ি পাড়া সরকারি শিশু পরিবার বালক এর শিক্ষার্থীদর মাঝে বিনামূল্য ডিম বিতরণ করা হয়।

বিজ্ঞাপন

২০২৫ সালে সড়কে ঝরেছে ৭৩৫৯ প্রাণ
১০ জানুয়ারি ২০২৬ ১৩:৫৯

আরো

সম্পর্কিত খবর