Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আফগানিস্তানে ৬০ জনের বেশি জঙ্গি নিহত, গভর্নর আহত


৯ জুলাই ২০১৮ ১৯:৪৪

।। আন্তর্জাতিক ডেস্ক ।।

আফগানিস্তানে সেনা অভিযানে ৬০ জনেরও বেশি জঙ্গি নিহত হবার খবর পাওয়া গেছে। গত ২৪ ঘন্টায় আফগান নিরাপত্তা বাহিনীর সদস্যরা পৃথক পৃথক এসব অভিযান চালায়। অভিযানে আহতদের মধ্যে বালখ প্রদেশের তালেবান সমর্থিত গভর্নর কুদরাত উল্লাহ রয়েছেন বলে জানা গেছে।

আফগান সেনা কোর ২০৯-এর মুখপাত্র হানিফ রিজাই জানান, আফগান বিমান বাহিনীর সাথে যৌথ অভিযানে সেনাবাহিনী উত্তরাঞ্চলীয় বালখ প্রদেশের চিমতাল, ফাইজাবাদ ও চাহার বোলাক জেলায় ১৪ তালেবানকে হত্যা করে। অভিযানে আফগান ৫টি গ্রাম জঙ্গিমুক্ত এবং সড়কের পাশে পুঁতে রাখা মাইন অপসারণ করা হয়।

আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বার্তায় জানানো হয়, বিমান বাহিনীর অভিযানে পশ্চিম ফারাহ প্রদেশের পার্চামান জেলায় ৩১ জঙ্গি নিহত হয়েছে আহত হয়েছে ১৪ জন। অভিযানে জঙ্গিদের বেশ কিছু গাড়ি ধ্বংস করা হয়।

অন্য আরেকটি অভিযানে উরুজগন প্রদেশের রাজধানী তিরিন কোট এবং দিরাউদ জেলায় ১১ জঙ্গি নিহত হয়। এছাড়া, গজনি প্রদেশের পূর্বাঞ্চলে মুগুর এবং আন্দর জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ৪ জঙ্গি নিহত হন। হেরাত প্রদেশেও ভূমি মাইন স্থাপন করতে গিয়ে ৩ জঙ্গি মারা যায়।

সারাবাংলা/এনএইচ

বিজ্ঞাপন
সর্বশেষ

কানপুরে প্রথম দিনে বৃষ্টির দাপট
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৬:৩৫

সম্পর্কিত খবর