ঢাকা: ইসলামী ঐক্য আন্দোলনের ভারপ্রাপ্ত আমির অধ্যাপক মাওলানা মুহাম্মদ এরশাদ উল্যাহ ভূইয়া বলেছেন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার মুজাহিদরা অধীর আগ্রহে ছুটে বেড়াচ্ছেন। কিভাবে পূর্ণাঙ্গভাবে দ্বীন প্রতিষ্ঠা করা যায়। এইসব মুজাহিদদের আশা জাগানিয়া পথ দেখাচ্ছেন বাংলায় ইসলামী আন্দোলনের স্থপতি মওলানা আবদুর রহীম।
শুক্রবার (১০ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে দিনব্যাপী সেমিনারে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মরহুম মাওলানা মুহাম্মদ আবদুর রহীম স্মরণে এই সেমিনারের আয়োজন করে তারই প্রতিষ্ঠিত সংগঠন ইসলামী ঐক্য আন্দোলন।
এরশাদ উল্যাহ আরও বলেন, ‘একটি পুর্ণাঙ্গ ইসলামী বিপ্লব ছাড়া এ জাতির মুক্তির কোনো পথ নেই। প্রচলিত রাজনীতি নয়, জিহাদই কাম্য, গণতন্ত্র নয় পূর্ণাঙ্গ বিপ্লব, গণতান্ত্রিক ব্যবস্থা ও শূরাই নিজাম। এসব ঐতিহাসিক পুস্তিকা আজ লাখ লাখ যুবকের দ্বীনি আন্দোলনের মুজাহিদদের অনুপ্রেরণা। দ্বীনি চেতনা, দ্বীনি সংগঠন, দ্বীনি প্রতিরোধ ও গণঅভ্যুত্থান তথা ইসলামী গণবিপ্লব ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা এবং মুসলিম উম্মার ঐক্য প্রতিষ্ঠা এসব কর্মসূচি কর্মপদ্ধতি মরহুম মাওলানার ইসলামী বিপ্লব সাধনের ঐতিহাসিক কর্মধারা।
সেমিনারে প্রথম সেশনে ‘ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান ও মাওলানা মুহাম্মদ আবদুর রহীমের সাহিত্যকর্ম’ বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল হাদীস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ ময়নুল হক। দ্বিতীয় সেশনে ‘দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে মাওলানা মুহাম্মদ আব্দুর রহীমের চিন্তা-দর্শন’ বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক ইসলামী ঐক্য আন্দোলন ঢাকা মহানগরী উত্তরের আমির মাওলানা মুহাম্মদ মুহিব্বুল্লাহ ভূঁঞা।
দিনব্যাপী সেমিনারে আরও বক্তব্য দেন, ইসলামী ঐক্য আন্দোলনের নায়েবে আমির মাওলানা মুহাম্মদ রুহুল আমিন, সেক্রেটারি জেনারেল মোস্তফা তারেকুল হাসান, জয়েন্ট সেক্রেটারি অধ্যাপক মাওলানা মুহিব্বুল্লাহ নাসির ও অর্থ সম্পাদক মাওলানা ফারুক আহমদ প্রমুখ।