Friday 10 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলামের মৃত্যুতে টিআইবির শোক প্রকাশ

স্পেশাল করেসপন্ডেন্ট
১০ অক্টোবর ২০২৫ ২১:৫৮ | আপডেট: ১১ অক্টোবর ২০২৫ ০০:১৩

বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম। ছবি: সংগৃহীত

ঢাকা: টিআইবির ন্যায়পাল ও ট্রাস্টি বোর্ডের সাবেক সদস্য বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

শুক্রবার (১০ অক্টোবর) রাতে টিআইবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম প্রথম মেয়াদে ১৭ এপ্রিল ২০১৯ থেকে তিনবছর এবং দ্বিতীয় মেয়াদে ৩ অক্টোবর ২০২২ থেকে মৃত্যুকালীন সময় পর্যন্ত টিআইবির ন্যায়পাল হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া তিনি ১৬ মে ২০১৩ থেকে ১২ এপ্রিল ২০১৯ পর্যন্ত দুই মেয়াদে (৬ বছর) টিআইবির ট্রাস্টি বোর্ডের অন্যতম সদস্য ছিলেন।

বিজ্ঞাপন

এক শোকবার্তায় টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘বাংলাদেশে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন বেগবান ও সুশাসন প্রতিষ্ঠার উদ্যোগে অধ্যাপক মনজুরুল ইসলাম টিআইবির ন্যায়পাল ও বোর্ড সদস্য হিসেবে অসামান্য অবদান রেখেছেন। টিআইবির সার্বিক কার্যক্রমে তার সুচিন্তিত নীতি-পরামর্শ, মতামত, দিক-নির্দেশনা ও সহমর্মিতাপূর্ণ সহায়তা আমাদের অনুপ্রাণিত করেছে। জনাব মনজুরুল ইসলাম- এর অসামান্য অবদানের জন্য টিআইবি তার কাছে চিরঋণী। একজন কর্ম ও নীতিনিষ্ঠ বরেণ্য শিক্ষাবিদ হিসেবে তিনি আমাদের কাছে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবেন।’

টিআইবির বোর্ড অব ট্রাস্টিজ, ম্যানেজমেন্ট, টিআইবির অনুপ্রেরণায় গঠিত সারাদেশের সচেতন নাগরিক কমিটি (সনাক), ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস), অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি) ও টিআইবি সদস্যদের পক্ষ থেকে তিনি বলেন, ‘আমরা অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম- এর বিদেহী আত্মার শান্তি কামনা করছি ও তার শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানাচ্ছি।’

সারাবাংলা/ইউজে/এইচআই

টিআইবি শোক প্রকাশ সৈয়দ মনজুরুল ইসলাম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর