Friday 10 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হেফাজতে ইসলাম অভিভাবকের দায়িত্ব পালন করছে: এ্যানি

স্টাফ করেসপন্ডেন্ট
১০ অক্টোবর ২০২৫ ২৩:৫০

বিএনপির যুগ্ম-মহাসচিব শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি

লক্ষ্মীপুর: বিএনপির যুগ্ম-মহাসচিব শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, হেফাজত ইসলাম সবার পরামর্শক বা অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করছে।

শুক্রবার (১০ অক্টোবর) সন্ধ্যায় লক্ষ্মীপুর শহরের একটি চাইনিজ রেস্তোরাঁয় হেফাজতে ইসলামের নতুন কমিটির পরিচিতি সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘হেফাজতে ইসলামতো কোনো রাজনৈতিক দল নয়, তবে তাদের ভেতরে অনেকগুলো রাজনৈতিক দল থাকায় হেফাজতে ইসলামের পরামর্শ সমাজে গ্রহণ করে। পরামর্শ নিতেতো কোনো আপত্তি থাকার কথা নয়।’

হেফাজতে ইসলামের জেলা কমিটির উপদেষ্টা আবু তাহেরের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আজিজুল হক ইসলামাবাদী।

বিজ্ঞাপন

বিশেষ অতিথি ছিলেন হেফাজতে ইসলামের জেলা কমিটির সভাপতি মুফতি মুস্তাকুন্নবী কাসেমী, সাধারণ সম্পাদক নুরুল আমিন কাসেমী, সাংগঠনিক সম্পাদক হাফেজ জহিরুল ইসলাম ও জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি ফারুক হোসেন নুরনবী প্রমুখ।

সারাবাংলা/এসআর/এইচআই

বিএনপি শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি হেফাজতে ইসলাম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর