Friday 10 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্বের ৬টি দেশে ইন্টার্নশিপে যাচ্ছেন বাকৃবির অর্ধশতাধিক শিক্ষার্থী

বাকৃবি করেসপন্ডেন্ট
১১ অক্টোবর ২০২৫ ০০:০৭ | আপডেট: ১১ অক্টোবর ২০২৫ ০০:০৯

বাকৃবি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ভেটেরিনারি অনুষদের ৫৯তম ব্যাচের শিক্ষার্থীদের ইন্টার্নশিপের উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে। এবছর ব্যাচটির মোট ১৯৩ জন শিক্ষার্থীর মধ্যে ৫০ জন শিক্ষার্থী বিশ্বের মোট ৬টি দেশে ইন্টার্নশিপের সুযোগ পেয়েছে।

তন্মধ্যে থাইল্যান্ডে ৩৩, মালয়েশিয়া ১০, জাপান ২, ইন্দোনেশিয়া ৩, জার্মানি ১ ও নেপাল ১ জন ইন্টার্নশিপের সুযোগ পেয়েছে। এছাড়াও বাংলাদেশের ১২টি স্থানে এই ইন্টার্নশিপ কার্যক্রম পরিচালিত হবে।

শুক্রবার (১০ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম মিলনায়তনে ওই ইন্টার্নশিপ উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেডের এগ্রোভেট ও ক্রপ কেয়ার ডিভিশনের ব্যবস্থাপনা পরিচালক জয়ন্ত দত্ত গুপ্ত। উদ্বোধনী অনুষ্ঠানের চেয়ারম্যান ও ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. বাহানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে ভেটেরিনারি অনুষদের সম্মানিত শিক্ষক, শিক্ষার্থীসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে পুরো ইন্টার্নশিপের রোডম্যাপ নিয়ে প্রেজেন্টেশন দেন বাকৃবির মাইক্রোবায়োলজি অ্যান্ড হাইজিন বিভাগের অধ্যাপক ড. কে.এইচ.এম. নাজমুল হুসাইন নাজির।

এসময় ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. বাহানুর রহমান বলেন, আমাদের ৫০ জন ছাত্রছাত্রী বিদেশে যাচ্ছে, আগামী বছর এই সংখ্যা ১০০ হবে আশা রাখি। মনে রাখতে হবে সততা, আন্তরিকতা, কঠোর পরিশ্রম এবং সময়মতো উপস্থিতিই হবে প্রকৃত পরিচয়। প্রতিটি সুযোগ কাজে লাগাতে হবে, লগবুক আন্তরিকতার সঙ্গে পূরণ করে তত্ত্বাবধায়কের স্বাক্ষর নিতে হবে। বিশ্ববিদ্যালয় ও দেশের মর্যাদা রক্ষায় ভদ্র, যত্নশীল ও পরিশ্রমী থাকতে হবে। বিদেশে বা দেশে, এমন আচরণ করতে হবে যাতে সবাই শ্রদ্ধা করে। বিশ্ববিদ্যালয় প্রদত্ত সুযোগ ও সময় ব্যবহারিকভাবে শেখার সঠিক সময়, এটিই মনে রাখতে হবে।

উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, তোমরা যখন দেশের বাইরে যাচ্ছ, তখন তোমরাই বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি হিসেবে পরিচিত হবে। আমরা বাকৃবির ঐতিহ্য ধরে রেখে বিশ্বে আমাদের বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে কাজ করছি। তাই তোমাদের বলবো, এমন কোনো আচরণ করো না যাতে বিশ্ববিদ্যালয়ের সুনাম ক্ষুণ্ণ হয়।

তিনি আরো বলেন, তোমাদের পাঠ্যক্রমে এখন ইন্টার্নশিপ আছে। আগে ইন্টার্নশিপ বা ফিল্ড ভিজিট কিছুই ছিল না। এখন তোমরা সরকারি খামার, বেসরকারি প্রতিষ্ঠান ও গ্রামে গিয়ে বাস্তব অভিজ্ঞতা নিচ্ছো, এটাই শেখার জন্য তোমাদের সুবর্ণ সুযোগ।

সারাবাংলা/এসএস

অর্ধশতাধিক ইন্টার্নশিপ দেশে বাকৃবি বিশ্বের শিক্ষার্থী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর