Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হজ ২১ আগস্ট, প্রথম ফ্লাইট ১৪ জুলাই


৯ জুলাই ২০১৮ ১৯:৪৯

ফাইল ছবি

।। স্পেশাল করেসপন্ডেন্ট।।

ঢাকা: চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২১ আগস্ট পবিত্র হজ অনুষ্ঠিত হবে। পাঁচদিন পর ১৪ জুলাই থেকে হজের ফ্লাইট শুরু হয়েছে। এ বছর হজে যাবেন এক লাখ ২৬ হাজার ৭৯৮ জন যাত্রী।

১১ জুলাই আশকোনায় হজ কার্যক্রম শুরু হবে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা হজ কার্যক্রম উদ্বোধন করবেন।

ধর্ম মন্ত্রণালয়ে সোমবার ( ৯ জুলাই) ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমানের সভাপতিত্বে জাতীয় হজ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের অংশগ্রহণে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে ধর্মমন্ত্রী এসব কথা বলেন।

ধর্মমন্ত্রী বলেন, ‘এবার ৫২৮টি হজ এজেন্সি হজ কার্যক্রম পরিচালনার সঙ্গে যুক্ত রয়েছে। হজ ফ্লাইট শুরু হবে আগামী ১৪ জুলাই এবং হজ ফ্লাইট শেষ হবে ১৫ আগস্ট। হজের ফিরতি ফ্লাইট শুরু হবে ২৭ আগস্ট এবং শেষ হবে ২৫ সেপ্টেম্বর। বাংলাদেশ বিমান ১৮৭টি ফ্লাইটে ৬৪ হাজার ৯৬৭ জন এবং সৌদিয়ার ১৮৮টি ফ্লাইটে ৬১ হাজার ৮৩১ হজযাত্রী পরিবহন করবে।’

ধর্মমন্ত্রী আরও বলেন, ‘সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের বাড়ি ভাড়া সম্পন্ন করা হয়েছে। বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের পক্ষে অধিকাংশ এজেন্সি বাড়ি ভাড়া সম্পন্ন করেছে। এ বছর বাংলাদেশ বিমানের টিকেট পাওয়া সহজ করতে এজেন্সিগুলো সরাসরি বাংলাদেশ বিমান থেকে হজযাত্রীর সমপরিমাণ টিকেট সংগ্রহ করতে পারবে।’

সভার সিদ্ধান্ত সম্পর্কে ধর্মসচিব আনিছুর রহমান বলেন, ‘হজযাত্রীদের চারটি পরীক্ষা করতে হবে। স্বাস্থ্যপরীক্ষাগুলো বেসরকারিভাবেও করা যাবে। এই চারটি পরীক্ষা বাইরে করে করে নিয়ে এলে দুর্ভোগ কম হবে। এরপর তারা দুটি টিকা নিয়ে চলে যাবেন।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘কোনো সমস্যা হবে না। যে যার দায়িত্ব পরীক্ষা করে নিয়ে আসতে পারবে।’

ধর্মসচিব বলেন, ‘সাউদিয়া এয়ারলাইন্স থেকে ৪৬ হাজার ৭৫৫টি এবং বাংলাদেশ বিমান থেকে ৫১ হাজারের বেশি টিকিট ইস্যু করা হয়েছে। অবশিষ্ট আছে ৩০ হাজারের কিছু বেশি, এটা হয়ে যাবে।’

তিনি বলেন, ‘গতবছরে এই সময়ের চেয়ে অনেক অনেকগুণ এগিয়ে আছি। গতবছর এই সময়ে বিমানের ফ্লাইটের ৪-৫ দিন আগে মাত্র সাত হাজার টিকেট দেওয়া হয়েছে।’

সচিব বলেন, ‘এ যাবৎ বেসরকারিভাবে ১৩ হাজার ৪০০ ভিসা ইস্যু হয়েছে। গতবছর এ সময়ে কোনো ভিসা হয়নি। সৌদি দূতাবাস একদিনে ১০ হাজার ভিসা দেবে। তবে গত বছরের সময়ের তুলনায় অনেক ভালো অবস্থানে আছি।’

তিনি আরও বলেন, ‘সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের বাড়ি ভাড়া সম্পন্ন করা হয়েছে। বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের পক্ষে অধিকাংশ এজেন্সি বাড়ি ভাড়া সম্পন্ন করেছে। এ বছর বালাদেশ বিমানের টিকেট পাওয়া সহজ করতে এজেন্সিগুলো সরাসরি বাংলাদেশ বিমান থেকে হজ যাত্রীর সমপরিমাণ টিকেট সংগ্রহ করতে পারবে।’

সারাবাংলা/এইচএ/একে

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর