Thursday 01 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাইক্ষ্যংছড়িতে ১৫ বার্মিজ গরু জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ অক্টোবর ২০২৫ ১৫:৩০

জব্দ হওয়া ১৫টি বার্মিজ গরু।

বান্দরবান: বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ১১ বিজিবির ধারাবাহিক অভিযানে ১৫টি বার্মিজ গরু জব্দ করা হয়েছে।

শনিবার (১১ অক্টোবর) সকাল ৭টার সময়ে ব্যাটলিয়ান বিজিবি’র নিয়মিত টহল দল অধিনায়কের নেতৃত্বে এই সব গরু জব্দ করতে সক্ষম হন।

বিজিবি সূত্র জানায়, ১১ বিজিবি দায়িত্বপূর্ণ মাঝিরকাটা নামক এলাকায় নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল এস কে এম কফিল উদ্দিন কায়েস এর দিকনির্দেশনায় এই সব বার্মিজ গরুগুলো জব্দ করা হয়।

এ বিষয়ে ১১ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল এস কে এম কফিল উদ্দিন কায়েস জানান, অভিযান টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কোনো ব্যক্তিকে সনাক্ত করা সম্ভব হয়নি।

বিজ্ঞাপন

তিনি জানান, সীমান্ত পথে গরু চোরাচালান রোধকল্পে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) কর্তৃক কঠোর নজরদারী ও গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। এ ছাড়াও, যেকোন মূল্যে নাইক্ষ্যংছড়ি (১১ বিজিবি) চোরাচালান প্রতিরোধে অগ্রণী ভূমিকা পালন করবেন। ভবিষ্যতে মাদক ও চোরাচালান দমনে নিয়োজিত থেকে যেকোন আন্তঃরাষ্ট্রীয় অপরাধ দমনে বিজিবি কঠোর অবস্থানে আছে এবং থাকবে বলে জানান ।

উল্লেখ্য, জব্দ হওয়া বার্মিজ গরুর সিজার ফরম তৈরি করা হয়েছে। বিধি মোতাবেক কাস্টমস এর মাধ্যমে নিলাম দেওয়া হবে দুই একদিনের মধ্যে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর