সাতক্ষীরা: সাতক্ষীরায় অনলাইন জুয়ায় জড়িত থাকার অপরাধে মুরশিদ আলম লিপু (২৯) ও মুছাঈদ আলম (৩০) নামে দুজনকে আটক করেছে পুলিশ। আটক লিপু ‘অনলাইন ক্যাসিনো সম্রাট’ হিসাবে পরিচিত বলে জানা গেছে।
শনিবার(১১ অক্টোবর ) দুপুর ২টার দিকে সাতক্ষীরা পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম।
আটক মুরশিদ আলম মেহেরপুর জেলার মুবিনগর থানার শিবপুর গ্রামের জিনারুল ইসলামের ছেলে ও মুছাঈদ আলম একই জেলার সদর থানার বামনপাড়া গ্রামের মাছুদুল আলমের ছেলে ।
প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার জানান, গোপান সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ ও সদর থানার একটি দল শুক্রবার (১০ অক্টোবর) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে শহরের বাইপাস সড়কের খড়িবিলা নামক এলাকা থেকে তাদের আটক করে। ওই সময় অটোরিকশার ভেতর থাকা মুরশিদ আলম লিপু ও মুছাঈদ আলমকে আটক করা হয়। এরপর তাদের কাছ থেকে ১৬টি মোবাইল ফোন তিনটি ল্যাপটপ উদ্ধার করা হয়।
পরবর্তীতে জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, দীর্ঘদিন যাবত অনলাইন জুয়ার সঙ্গে জড়িত তারা। বর্তমানে তারা বিভিন্ন শ্রেণীপেশার মানুষকে প্রলোভন দেখিয়ে জুয়া খেলায় উৎসাহী করাসহ অনলাইন জুয়ার প্লাটফর্ম পরিচালনা করে আসছে ।
পুলিশ সুপার আরো জানান, আটক আসামীদের মধ্যে লিপুর নামে ডিজিটাল নিরাপত্তা আইনে রাজধানীর পল্টন থানায় মামলা রয়েছে। এ ঘটনায় আটক দুজনের বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় মামলা দায়ের করে তাদের আদালতে পাঠানো হয়েছে।