Saturday 11 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কালাবদর নদী থেকে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ অক্টোবর ২০২৫ ১৭:৩২ | আপডেট: ১১ অক্টোবর ২০২৫ ১৮:২৩

প্রতীকী ছবি

বরিশাল: বরিশালের মেহেন্দীগঞ্জে নিষেধাজ্ঞার মধ্যেও ইলিশ শিকারের সময় জেলেদের দুই দলের সংঘর্ষে নিখোঁজ জেলে শাকিল হাওলাদারের (২৫) মরদেহ কালাবদর নদী থেকে উদ্ধার করা হয়।

‎শনিবার (১১ অক্টোবর) দুপুরে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এর আগে, শুক্রবার বিকেলে সংঘর্ষের পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। এই ঘটনায় অন্তত ১৫ জেলে আহত হয়েছেন। তাদের মধ্যে একজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

‎স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেল ৫টার দিকে জাঙ্গালিয়া ইউনিয়নের হাজিরহাট এলাকার কালাবদর নদীতে কয়েকটি ট্রলার নিয়ে জেলেরা মা ইলিশ শিকারে নামেন। জাল ফেলা নিয়ে দুই দলের মধ্যে বাগবিতণ্ডার একপর্যায়ে সংঘর্ষ বাঁধে। পরে শাকিল হাওলাদার নিখোঁজ হন।

বিজ্ঞাপন

‎শনিবার সকালে স্থানীয়রা নদীতে ভাসমান অবস্থায় শাকিলের মরদেহ দেখতে পান। পুলিশ পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের মর্গে পাঠায়।

‎নিহতের ভাই রবিউল ইসলাম বলেন, আমরা নৌকা নিয়ে নদীতে জাল ফেলি। এ সময় অন্য একটি দলের জেলেরা আমাদের জাল তুলে তাদের জাল ফেলতে চায়। এ নিয়ে ধাক্কাধাক্কি হয়। আমার ভাই মাথায় আঘাত পেয়ে নদীতে পড়ে যায়। এরপর আর তাকে পাইনি।

‎সংঘর্ষে আহতদের মধ্যে রবিউল ইসলাম, জেলে জসীম হাওলাদার ও জাহিদ ঘরামী রয়েছেন। জসীম হাওলাদার মেহেন্দীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

‎জাঙ্গালিয়া ইউনিয়নের চেয়ারম্যান আ. কাদের ফরাজী বলেন, নিষেধাজ্ঞা চলাকালেও অনেক জেলে নদীতে মাছ ধরতে যায়। জাল ফেলা নিয়ে তাদের মধ্যে প্রতিযোগিতা ও বিরোধ তৈরি হয়। তারই জেরে এ সংঘর্ষ ঘটে। ঘটনার পর থেকেই শাকিল নিখোঁজ ছিলেন।

‎মেহেন্দীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ফখরুল ইসলাম বলেন, অবৈধভাবে ইলিশ শিকারের সময় দুই দলের মধ্যে সংঘর্ষে শাকিল হাওলাদার নিহত হয়েছেন। এ ঘটনায় তদন্ত চলছে।

সারাবাংলা/ইআ

কালাবদর নদী নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার বরিশাল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর