Saturday 11 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নৌকা থেকে পড়ে নদীতে নিখোঁজ দেড় বছরের শিশু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ অক্টোবর ২০২৫ ১৯:২২ | আপডেট: ১১ অক্টোবর ২০২৫ ২০:০৫

প্রতীকী ছবি

সুনামগঞ্জ: দিরাই পৌর শহরের মধ্যবাজার ব্রিজ সংলগ্ন নৌকা ঘাট এলাকায় নৌকা থেকে পড়ে তানহা নামের দেড় বছরের এক কন্যা শিশু নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে।

শনিবার (১১ অক্টোবর) দুপুরে দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিখোঁজ তানহা শাল্লা উপজেলার শিমেরকান্দা গ্রামের রহিবুল ইসলাম ও মাসেদা বেগম দম্পতির কন্যা।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শিশুটির মা মাসেদা বেগম সিলেট থেকে দিরাই এসে শাল্লাগামী একটি যাত্রীবাহী নৌকায় ওঠার সময় মেয়েকে একটি কলা খেতে দেন এবং এসময় নিজের ব্যাগ গোছাচ্ছিলেন। শিশুটি এক পর্যায়ে মায়ের পেছনে গিয়ে নৌকার জানালা দিয়ে চামটি নদীতে পড়ে যায়। ব্যাগ গুছিয়ে মায়ের দৃষ্টি যখন সন্তানের দিকে পড়ে, তখন শিশুটি সেখানে ছিল না। ঘটনার পর মুহূর্তেই মায়ের চিৎকারে আশপাশের ঘাট এলাকা স্তব্ধ হয়ে যায়।

বিজ্ঞাপন

খবর পেয়ে দিরাই ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান শুরু করে। তবে রিপোর্ট লেখা পর্যন্ত শিশুটিকে খুঁজে পাওয়া যায়নি।

নৌকার চালক মোহাম্মদ হাকিম বলেন, ‘মধ্যবাজার ব্রিজ সংলগ্ন ঘাট থেকে দুপুরে আমাদের নৌকাটি শাল্লা হয়ে আজমেরীগঞ্জ যাওয়ার কথা ছিল। আমরা তখন সকালের নাস্তা খাচ্ছিলাম। হঠাৎ চিৎকার শুনে এসে বিষয়টি জানতে পারি।’

দিরাই ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা শিশির কুমার দাস বলেন, ‘খবর পাওয়ার পর আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। এখানে ডুবুরি না থাকায় জেলা ফায়ার সার্ভিস টিমকে ডাকা হয়েছে। উদ্ধার অভিযান চলছে।’

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করে বলেন, ফায়ার সার্ভিস ও পুলিশ যৌথভাবে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে।

সারাবাংলা/জিজি

দেড় বছরের শিশু নদীতে নিখোঁজ