Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী গণসংযোগে যুবলীগ নেতার গুলি


৯ জুলাই ২০১৮ ২০:৫৮

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

নাটোর: সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আহাদ আলী সরকারের গণসংযোগে হামলা ও গুলি চালানোর অভিযোগে এক যুবলীগ নেতা ও তার সহযোগীকে আটক করেছে পুলিশ।

হামলা চালানোর পর আহাদ আলী সরকারের সমর্থকরা স্থানীয় যুবলীগ নেতা মানিক পাশা ও তার সমর্থক শাহাদতকে আটক থানায় সোপর্দ করে।

সোমবার (৯ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে সদর উপজেলার শিবদুর গ্রামে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলার ফুলতলা ও শিবদুর গ্রামে গণসংযোগ করার সময় মানিক তার সহযোগিদের নিয়ে আহাদ আলী সরকারের ওপর হামলা চালায়। এতে মিঠুন নামে আহাদ আলী সরকারের এক সমর্থক আহত হন।
যুবলীগের থানা কমিটির সদস্য মানিক পাশা ফুলতলা এলাকার মোস্তফার ছেলে।

এই প্রসঙ্গে আহাদ আলী সরকার বলেন, এটি একটি সন্ত্রাসী হামলা। মাতাল অবস্থায় কিছু লোক আমার ওপর হামলা করেছে।

নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসনাত বলেন, ওই এলাকায় পুলিশ ও র‌্যাব মোতায়েন করা হয়েছে। অভিযোগ পেলে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/এটি

** দ্রুত খবর জানতে ও পেতে সারাবাংলার ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন: Sarabangla/Facebook

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর