Tuesday 20 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাঁথিয়া পৌর বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ অক্টোবর ২০২৫ ২০:১৫ | আপডেট: ১১ অক্টোবর ২০২৫ ২২:৩৩

পৌরসভার পাইলট স্কুল মাঠে কাউন্সিলের আয়োজন করা হয়। ছবি: সংগৃহীত

সাঁথিয়া: সাঁথিয়া পৌর বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিলে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটের মাধ্যমে যোগ্য নেতা নির্বাচন করা হবে বলে জানিয়েছেন যুবদলের সদ্য সাবেক সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সরদার এম জাহাঙ্গীর হোসেন।

শনিবার (১১ অক্টোবর) সাঁথিয়া পৌর বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। পৌরসভার পাইলট স্কুল মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সরদার এম জাহাঙ্গীর হোসেন বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় কাউন্সিলরদের মূল্যবান ভোটের মাধ্যমে সবচেয়ে যোগ্য নেতা নির্বাচন করা হবে। তার হাতে আগামীতে পৌর বিএনপির নেতৃত্বের দায়িত্ব দেওয়া হবে। যাতে দল, দেশ ও তারেক রহমানের ধানের শীষ প্রতীক নিরাপদে থাকে। পাশাপাশি আগামী সংসদ নির্বাচনে দলের বা ধানের শীষের প্রার্থী নির্বাচনে বিজয় ছিনেয়ে আনতে পারে।

বিজ্ঞাপন

কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদুর রহমান মাসুদ খন্দকার। এছাড়াও জেলা বিএনপি, উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতাকর্মীরা এতে উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর