বগুড়া: বগুড়া শহর জামায়াতের আমীর ও বগুড়া-৬ সদর আসনে জামায়াত ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল বলেছেন, ‘বাংলাদেশে ক্ষমতার দাপটে লুটপাট, দখলবাজি, চাঁদাবাজি এবং নির্বাচন প্রহসনের এক ভয়াবহ দুষ্টচক্রে আবদ্ধ ছিল। এই সকল পরিস্থিতি থেকে উত্তরণের একমাত্র পথ হচ্ছে একটি নতুন ন্যায় ও ইনসাফের বাংলাদেশ গঠন। নতুন বাংলাদেশের যাত্রা শুরু করতে ন্যায় ও ইনসাফের একমাত্র প্রতীক দাঁড়িপাল্লায় ভোট দিন। এই নতুন বাংলাদেশের সূচনা হবে জুলাই সনদ বাস্তবায়নের মধ্য দিয়ে। তাই নতুন বাংলাদেশের যাত্রা শুরু করতে জুলাই সনদের আইনি ভিত্তি অপরিহার্য।’
শনিবার (১১ অক্টোবর) বিকেলে তিনি বগুড়া শহরের ১০নং ওয়ার্ডের কানছগাড়ী পিটিআই মোড় এলাকায় গণসংযোগকালে এক পথসভায় এসব কথা বলেন।
১০ নং ওয়ার্ড জামায়াতের আমীর তারেক মোস্তফা ফকিরের সভাপতিত্বে ও ইঞ্জিনিয়ার আব্দুল হান্নানের পরিচালনায় পথসভাও গণসংযোগে আরও উপস্থিত ছিলেন শহর জামায়াতের যুব ও ক্রীড়া সম্পাদক আব্দুস সালাম তুহিন, আইবিডাব্লিউএফ-এর বগুড়া শহর সভাপতি মাহফুজুল হক, শ্রমিক কল্যাণ ফেডারেশনের শহর সহ-সভাপতি আসলাম হোসেন বিপু, শ্রমিক নেতা শাহজাহান সাজু, লিটন, ১০নং ওয়ার্ড যুব বিভাগের আইনুল ইসলাম, বাবু, মিজান প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, ‘যতদিন পর্যন্ত এই রাষ্ট্রক্ষমতা, নির্বাচন ব্যবস্থা এবং রাজনৈতিক মাঠ কিছু সুবিধাভোগী দলের জন্য সংরক্ষিত থাকবে, ততদিন এ দেশে কখনো লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হবে না। আমরা এমন একটি রাজনৈতিক সংস্কৃতি চাই, যেখানে সব দল সমান সুযোগে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে।’