Saturday 11 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ধর্মের ভিত্তিতে কোনো বিভাজন থাকবে না: টিএস আইয়ুব

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ অক্টোবর ২০২৫ ২১:৩৪ | আপডেট: ১২ অক্টোবর ২০২৫ ০০:১০

কৃষক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব

যশোর: কৃষক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব বলেছেন, স্বাধীনতার পর থেকে বাংলাদেশে সব ধর্ম, বর্ণ, দল-মতের মানুষ মিলেমিশে বসবাস করে আসছে। আমরা সবাই মানুষ, সবার রক্তই লাল। এ দেশে ধর্মের ভিত্তিতে কোনো বিভাজন থাকবে না। সংখ্যালঘু হিসেবে কেউ নিজেকে ভাববেন না।

শনিবার (১১ অক্টোবর) বিকেলে যশোর বাঘারপাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে শারদীয় দুর্গাপূজা পরবর্তী পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাঘারপাড়া পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি রাজ কুমার বিশ্বাস অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন।

বিজ্ঞাপন

ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব বলেন, বাংলাদেশ এমন একটি দেশ, যেখানে সব ধর্মের মানুষ স্বাধীনভাবে তাদের ধর্ম পালন করতে পারেন। এখানে কাউকে ভয় পাওয়ার কিছু নেই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সব সময় আপনাদের পাশে থাকবেন। সবাই মিলে এ অঞ্চলকে উন্নত করে গড়ে তোলা আমাদের দায়িত্ব।

অনুষ্ঠানে প্রায় তিন হাজার সনাতনী নারীরা কপালে সিঁদুর হাতে শাখা ও সাদা-লাল পাড়ের শাড়ি পরে অংশগ্রহণ করেন। উলুধ্বনির মধ্যে দিয়ে অনুষ্ঠানটি উৎসবমুখর হয়ে ওঠে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সাবেরুল হক সাব, কেন্দ্রীয় পূজা ফ্রন্টের সাধারণ সম্পাদক সমীর কুমার বসু, সহসভাপতি সুরঞ্জন ঘোষ, যশোর জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক অশোক সরকার, নড়াইল জেলা পূজা ফ্রন্টের আহ্বায়ক অশোক কুন্ডু, সদস্য সচিব কার্তিক দাস, বাঘারপাড়া উপজেলা পূজা ফ্রন্টের সদস্য সচিব প্রশান্ত কুন্ডু, বিএনপির সভাপতি তানিয়া রহমান ও সাধারণ সম্পাদক শামছুর রহমানসহ স্থানীয় বিএনপি নেতারা।

সারাবাংলা/এসএস

কোনো টিএস আইয়ুব থাকবে ধর্ম বিভাজন ভিত্তিতে

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর