খুলনা: জেলার দিঘলিয়া উপজেলায় নিখোঁজের তিন দিন পর জিসান (৭) নামে এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১১ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার দেয়াড়া খেয়াঘাট সংলগ্ন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
এ ঘটনায় ফয়সাল (২৬) নামের এক যুবককে খুলনার খালিশপুর এলাকা থেকে গ্রেফতার করেছে দিঘলিয়া থানা পুলিশ।
দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহিন জানান, সিসি ক্যামেরার ফুটেজে ফয়সালের সঙ্গে জিসানকে বাড়ির গেটের সামনে ঘোরাফেরা করতে দেখা যায়। পরবর্তীতে ফয়সালের দেওয়া স্বীকারোক্তির ভিত্তিতে তার বাড়ির উঠানে পুঁতে রাখা অবস্থায় শিশুটির বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়।