Sunday 07 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাতীয় নাগরিক পার্টির ‘পলিসি ও রিসার্চ উইং’ গঠন

স্টাফ করেসপন্ডেন্ট
১১ অক্টোবর ২০২৫ ২২:৫৪ | আপডেট: ১২ অক্টোবর ২০২৫ ০০:০৮

জাতীয় নাগরিক পার্টি। ছবি: সংগৃহীত

ঢাকা: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের নীতিনির্ধারণ ও গবেষণামূলক কার্যক্রমকে আরও প্রাতিষ্ঠানিক রূপ দিতে ‘পলিসি ও রিসার্চ উইং’ গঠন করেছে।

শনিবার (১১ অক্টোবর) দলের দফতর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার সই করা এক চিঠিতে বিষয়টি জানানো হয়।

দলের সদস্যসচিব আখতার হোসেন এবং মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর অনুমোদনে গঠিত এই নতুন ইউনিটের নেতৃত্ব দেবেন খালেদ সাইফুল্লাহ ও মুশফিক উস সালেহীন।

চিঠিতে বলা হয়, দেশের সমসাময়িক রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক ইস্যু নিয়ে গবেষণা, নীতিগত সুপারিশ তৈরি এবং দলীয় ইশতেহার ও নীতি কাঠামো প্রণয়নে এই উইং সক্রিয় ভূমিকা রাখবে।

বিজ্ঞাপন

উইংয়ের অন্য সদস্যরা হলেন— সারোয়ার তুষার, সুলতান মোহাম্মদ জাকারিয়া, আশরাফ উদ্দিন মাহদি, অর্পিতা শ্যামা দেব, জাবেদ রাসিন, এহতেশাম হক, সালেহ উদ্দিন সিফাত, আলাউদ্দীন মোহাম্মদ, তানহা শান্তা, তাওহিদ তানজিম ও তারিক আদনান মুন।

দলের পক্ষ থেকে জানানো হয়, এনসিপির ঘোষিত ‘দ্বিতীয় প্রজাতন্ত্র’ ও ‘নতুন বাংলাদেশ’ গঠনের লক্ষ্যে বাস্তবসম্মত নীতি প্রণয়ন এবং দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনা তৈরি করাই এই উইংয়ের প্রধান কাজ হবে।

এনসিপি নেতাদের মতে, তরুণ ও দক্ষ সদস্যদের নিয়ে গঠিত এই টিম ভবিষ্যৎ রাষ্ট্র কাঠামো এবং সুশাসনের রূপরেখা প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সারাবাংলা/এফএন/এইচআই
বিজ্ঞাপন

সাংবাদিক শওকত মাহমুদ গ্রেফতার
৭ ডিসেম্বর ২০২৫ ১৬:৪৩

আরো

সম্পর্কিত খবর