Saturday 11 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তারেক রহমান অসুস্থ নন: মিডিয়া সেল

স্টাফ করেসপন্ডেন্ট
১১ অক্টোবর ২০২৫ ২৩:০৪ | আপডেট: ১২ অক্টোবর ২০২৫ ০১:৩৭

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি: সংগৃহীত

ঢাকা: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অসুস্থ হওয়ার খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা বলে জানিয়েছে দলটির মিডিয়া সেল।

শনিবার (১১ অক্টোবর) রাতে বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসেন আলমগীর পাভেল এক বিবৃতিতে এ তথ্য জানান।

তিনি বলেন, ‘তারেক রহমান সুস্থ আছেন। তার অসুস্থ হওয়ার বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো খবরগুলো সম্পূর্ণ গুজব।’

এ ধরনের বিভ্রান্তিকর তথ্য ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘সংবাদ পরিবেশনের ক্ষেত্রে সঠিকতা যাচাই ও দায়িত্বশীলতা বজায় রাখা গণমাধ্যমের নৈতিক দায়িত্ব।’

উল্লেখ্য, সম্প্রতি কিছু অনলাইন পোর্টাল ও সোশ্যাল মিডিয়ায় তারেক রহমানের শারীরিক অবস্থা নিয়ে বিভিন্ন ধরনের গুজব ছড়াতে দেখা যায়, যার পরিপ্রেক্ষিতেই বিএনপির পক্ষ থেকে এ বক্তব্য আসে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এফএন/পিটিএম

অসুস্থ নন তারেক রহমান মিথ্যা ও ভিত্তিহীন খবর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর