ব্রাহ্মণবাড়িয়া : জেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের ১৫০ বছর পূর্তি উপলক্ষ্যে তিতাস বিতর্ক উৎসব ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ অক্টোবর) দিনব্যাপী বিদ্যালয় প্রাঙ্গণে এই আয়োজন করে অন্নদার প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘অ্যালামনাই অব ব্রাহ্মণবাড়িয়া অন্নদা এক্স-স্টুডেন্টস (আবেশ)’। এতে সহযোগিতা করে ব্রাহ্মণবাড়িয়া ডিবেটিং সোসাইটি।
সারাদেশের বিভিন্ন জেলার ৩২টি বিতর্ক দল এই উৎসবে অংশ নেয়। প্রতিযোগিতা দুই ধাপে অনুষ্ঠিত হয়। প্রথম ধাপ অনলাইনে (ডিসকোর্ড অ্যাপে) অনুষ্ঠিত হয় ৩ অক্টোবর, যেখানে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন ৬৫ জন বিচারক ও ১৩ জন কোর বিচারক। সেখান থেকে নির্বাচিত আটটি দল সরাসরি অংশ নেয় কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনাল পর্বে।
চূড়ান্ত পর্বে মুখোমুখি হয় ঢাকার নটরডেম কলেজ ও বীরশ্রেষ্ঠ মুন্সী আবদুর রউফ পাবলিক কলেজ। উত্তেজনাপূর্ণ বিতর্ক শেষে বিজয়ী হয় বীরশ্রেষ্ঠ রউফ কলেজ। চ্যাম্পিয়ন দলকে ২০ হাজার টাকা ও রানার আপ দলকে ১০ হাজার টাকা নগদ পুরস্কার দেওয়া হয়।
এছাড়া কুইজ প্রতিযোগিতায় অংশ নেয় ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের তিন শতাধিক শিক্ষার্থী। বিজয়ীকে পুরস্কারস্বরূপ ৫ হাজার টাকা দেওয়া হয়।
শুক্রবার সন্ধ্যায় বিদ্যালয়ের প্রধান মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সেনাবাহিনীর সাবেক লেফটেন্যান্ট জেনারেল সাজ্জাদুল হক। সভাপতিত্ব করেন বিমান বাহিনীর সাবেক গ্রুপ ক্যাপ্টেন সাগীর আহমেদ। এছাড়া বক্তব্য দেন আবেশ-এর সাধারণ সম্পাদক জাহিদুল হক, সাবেক সাধারণ সম্পাদক খায়রুল ইমাম এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন।
ব্রাহ্মণবাড়িয়া ডিবেটিং সোসাইটির পক্ষে বক্তব্য দেন সভাপতি ও ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোনতাসির হোসাইন, সাধারণ সম্পাদক তানভির আহমেদ (বিইউপি) এবং উপদেষ্টা ফাহিম শাকিল।
অনুষ্ঠানে শ্রেষ্ঠ বিচারক হিসেবে সম্মাননা দেওয়া হয়- অনুরুদ্ধ চৌধুরী, ডালিয়া সৈকত, কাজী মো. আলদিন ফারদিন, ওমর ফাহমিদ খান ও সৈয়দ সাবেদ । শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক নির্বাচিত হন অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী রেদোয়ান চৌধুরী।
আয়োজকরা জানান, অন্নদা বিদ্যালয়ের ১৫০ বছর পূর্তি উপলক্ষ্যে এই বিতর্ক উৎসব নতুন প্রজন্মকে যুক্তিভিত্তিক চিন্তা ও মত প্রকাশে উৎসাহিত করেছে, যা ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে আয়োজনের প্রেরণা জোগাবে।