লালমনিরহাট: জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজনসহ ৫ দফা দাবিতে রোববার (১২ অক্টোবর) সকাল ১০টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর লালমনিরহাট শাখার উদ্যোগে শহরের মিশন মোড় এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশ শেষে লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দারের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি জমা দেওয়া হয়।
জামায়াতের কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য ও লালমনিরহাট জেলা জামায়াতের আমীর অ্যাড. আবু তাহেরের সভাপতিত্বে বক্তব্য রাখেন-জামায়াতের জেলা সেক্রেটারি ও আদিতমারী-কালীগঞ্জ- ২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাড. মো. ফিরোজ হায়দার লাভলু, জামায়াতের রংপুর ও দিনাজপুর অঞ্চলের পরিচালক ও সাবেক আমীর এবং লালমনিরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী অ্যাড. আব্দুল বাতেন, সাবেক আমীর অধ্যাপক আতাউর রহমান, জেলা নায়েবে আমীর মাওলানা মো. হাবিবুর রহমান ও জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি এবং লালমনিরহাট সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রার্থী হাফেজ শাহ আলম প্রমুখ।
বক্তারা অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিসহ ৫ দফা দাবি মেনে নিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচন যথাসময়ে আয়োজন করার জোড় দাবি জানান। উক্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশে জেলা ও উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ের জামায়াত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।