Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উত্তরা ক্লাব থেকে ৫ কোটি টাকার অবৈধ মাদকদ্রব্য জব্দ


৯ জুলাই ২০১৮ ২২:৪০

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

ঢাকা: রাজধানীর উত্তরা ক্লাবে শুল্ক গোয়েন্দা সংস্থার অভিযানে প্রায় ৫ কোটি টাকা মূল্যের বিভিন্ন ব্রান্ডের হুইস্কি, ওয়াইন, ভদকা ও বিয়াসহ বিপুল পরিমান মাদকদ্রব্য জব্দ করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ।

সোমবার ( ৯ জুলাই) বিকেলে ৫টার দিকে শুল্ক গোয়েন্দা সংস্থা গোপনীয় সূত্রে খবর পায় অভিজাত উত্তরা ক্লাবে অবৈধ মদ ও মাদকদ্রব্য রয়েছে। এমন সংবাদের ভিত্তিতে ক্লাবটিতে অভিযান পরিচালনা করা হয় বলে সারাবাংলাকে নিশ্চিত করেছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক শহিদুল ইসলাম।

জব্দকরা মাদকের মধ্যে রয়েছে- ৩ হাজার ৪৫টি বোতল এবং ২ হাজার ৫০০টি ক্যানে বিদেশি বিভিন্ন ব্রান্ডের হুইস্কি, ওয়াইন, ভোদকা ও বিয়ার। যার বাজার মূল্য প্রায় ৫ কোটি টাকা।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক শহিদুল ইসলাম সারাবাংলাকে বলেন, দুপুর ২টার দিকে অভিযান পরিচালনার জন্য গোয়েন্দা ও আনসার সদস্যরা উত্তরা ক্লাবের সামনে অবস্থান নেয়। ক্লাবটিতে অবৈধ মাদক বিক্রয় করা সত্বেও রহস্যজনক কারণে শুল্ক গোয়েন্দার অভিযানে তারা বাধা দিয়ে তল্লাশি অভিযান বন্ধ করতে চেয়েছিল। কিন্তু আমাদের অভিযান টিম কোনো ভয়-ভীতিতে প্রভাবিত না হয়ে সফলভাবে অভিযান পরিচালনা করেন। বিকেল ৫টার দিকে ক্লাবটির তালা ভেঙে গোয়েন্দা ও আনসার সদস্যরা ভেতরে প্রবেশ গিয়ে প্রায় চার ঘণ্টা অভিযান পরিচালনা করে ৫ কোটি টাকা মূল্যের অবৈধ মাদকদ্রব্য জব্দ করে।

তিনি আরও বলেন, উত্তরা ক্লাবের বিরুদ্ধে শুল্ক আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে যাথাযথ আইনগত ব্যবস্থা গ্রহন করা হচ্ছে। এ ছাড়া শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর অবৈধ মাদক ও মাদকদ্রব্যের বিরুদ্ধে সদা তৎপর এবং প্রতিনিয়ত এধরনের অভিযান অব্যাহত রাখবে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএইচ/এমআই

অবৈধ মাদকদ্রব্য জব্দ