Sunday 12 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গৌরবময় ৪০ বছর উদযাপন করল ইফাদ গ্রুপ

সিনিয়র করেসপন্ডেন্ট
১২ অক্টোবর ২০২৫ ১৬:৪১

ইফাদ গ্রুপের ৪০ বছর পূর্তি উদযাপন।

ঢাকা: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ৪০ বছর পূর্তি উদযাপন করেছে ইফাদ গ্রুপ। শনিবার (১১ অক্টোবর) ধামরাইয়ে অবস্থিত ইফাদ অটোস ফ্যাক্টরিতে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটি তাদের ৪০ বছর পূর্তি উদযাপন করে।

রোববার (১২ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চার দশকের অগ্রযাত্রা–’সমৃদ্ধির পথে এক সাথে’ এই প্রতিপাদ্যকে কেন্দ্র করে-এ অনুষ্ঠানটি ইফাদ পরিবারের প্রতিটি সদস্যদের জন্য গর্ব, আনন্দ ও উদ্দীপনায় ভরপুর এক স্মরণীয় মুহূর্ত হয়ে ওঠে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইফাদ গ্রুপের মাননীয় চেয়ারম্যান ইফতেখার আহমেদ টিপু। তিনি ইফাদের চার দশকের অগ্রযাত্রার গল্প তুলে ধরে বলেন, ইফাদের ৪০ বছরের যাত্রা শুধু ব্যবসার নয় বরং দেশের উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং মানুষের অগ্রগতির গল্প। আমরা বিশ্বাস করি, আগামী দিনগুলোতে ইফাদ আরও শক্তিশালীভাবে শিল্প, কর্মসংস্থান ও সামাজিক কল্যাণের মাধ্যমে এগিয়ে যাবে।

বিজ্ঞাপন

৪০ বছরের দীর্ঘ এই পথ চলায় ইফাদের সহযোদ্ধাদের নিষ্ঠা ও অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা স্মারক ‘লং সার্ভিস অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়। এ ছাড়াও, কর্মীদের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে ইফাদ গ্রুপের সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ফ্যাক্টরি প্রাঙ্গণে ‘বৃক্ষরোপণ কর্মসূচি’ পালন করা হয়, যা পরিবেশ সংরক্ষণ ও উন্নয়নের প্রতি প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদি অঙ্গীকারের প্রতীক।

এছাড়াও, ইফাদের আন্তর্জাতিক ব্যবসায়িক অংশীদার প্রতিষ্ঠানসমূহ যেমন অশোক লেল্যান্ড, রয়েল এনফিল্ড, অ্যাপোলো টায়ার্স, গালফ অয়েল এবং উইংস গ্রুপ-এর শীর্ষস্থানীয় কর্মকর্তা ইফাদের এই ৪০ বছরের উল্লেখযোগ্য মাইলফলক উপলক্ষ্যে আন্তরিক শুভেচ্ছা জানান।

উল্লেখ্য, দেশের অন্যতম প্রধান শিল্পগোষ্ঠী ইফাদ গ্রুপ ১৯৮৫ সালে যাত্রা শুরু করে। অটোমোবাইল, লুব্রিকেন্ট, ইন্ডাস্ট্রিয়াল কম্প্রেসর, প্যাকেটজাত খাদ্য পণ্য, টয়লেট্রিজ, মিডিয়া ও তথ্যপ্রযুক্তি খাতে সফলভাবে ব্যবসা পরিচালনার মাধ্যমে প্রতিষ্ঠানটি সততা, নিষ্ঠা, উদ্ভাবন এবং সমাজের প্রতি দায়বদ্ধতা বজায় রেখেছে। ইফাদ গ্রুপ এখন দেশের একটি উল্লেখযোগ্য কর্মসংস্থান সৃষ্টিকারী ও শিল্প খাতের বিকাশে অনন্য ভূমিকা পালনকারী প্রতিষ্ঠান হিসেবে পরিচিত। প্রতিষ্ঠাতা ইফতেখার আহমেদ টিপুর নেতৃত্বগুণ, সততা ও গ্রাহককেন্দ্রিকতার মূল্যবোধকে ধারণ করে ইফাদ গ্রুপ তাদের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রেখেছে।

সারাবাংলা/ইএইচটি/এসডব্লিউ

৪০ বছর পূর্তি ইফাদ গ্রুপ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর