রাজবাড়ী: রাজবাড়ী জেলার সকল সাংবাদিকদের সঙ্গে রাজবাড়ী-২ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন-অর-রশীদ হারুনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১২অক্টোবর) বিকেলে জেলা বিএনপির আয়োজনে দলীয় কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. কামরুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির আহবায়ক অ্যাড. লিয়াকত আলী বাবু।
জেলা বিএনপির যুগ্ন আহবায়ক রেজাউল করিম শিকদার পিন্টুর সঞ্চালনায় জিয়া স্মৃতি পাঠাগার জেলা শাখার সভাপতি আব্দুস সালাম মিয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এম এ খালেদ পাভেল, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান লিখন, জেলা যুবদলের সদস্য সচিব ইঞ্জিঃ আমিনুর রহমান ঝন্টু, জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান, সদস্য সচিব শাহিনুর রহমান শাহিনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
রাজবাড়ী-২ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন-অর-রশীদ হারুন বলেন, ‘সাংবাদিকেরা রাষ্ট্রের আয়না। সমাজ ও রাষ্ট্র পরিবর্তনে তাদের ভূমিকা অপরিসীম। আপনারা আপনাদের লেখনিতে সত্য ও নির্ভুল সংবাদ প্রকাশ করবেন এটাই আমাদের প্রত্যাশা।’
তিনি আরও বলেন, ‘দীর্ঘ ১৭ বছর এদেশের মানুষ ভোটের অধিকার হারিয়ে ফেলেছে। ১৭ বছর পর যখন ফ্যাসিস্টমুক্ত বাংলাদেশ হয়েছে এবং সুষ্ঠু নির্বাচনের জন্য বর্তমান সরকার কাজ করে যাচ্ছে তখন এই নির্বাচনকে বানচাল করার জন্য একটা গোষ্ঠী ষড়যন্ত্র করে যাচ্ছে। জনগণ তার পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে তাদের প্রতিনিধিকে নির্বাচিত করবে। আমাদের দলের প্রার্থী বাছাই চলছে। যাকে ধানের শীষ দিবে তার পক্ষে আমরা সকলে কাজ করবো। আমি ধানের শীষ প্রতীক প্রত্যাশী। কিন্তু, দল যদি অন্য কাউকে মনোনয়ন দেয় তবে আমি তার পক্ষে কাজ করবো।’
তিনি আরও বলেন, ‘যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে এদেশের মানুষের কোনো অভাব, অভিযোগ, দুঃখ-দুর্দশা থাকবে না। আমাদের প্রিয় নেতা তারেক রহমান বলেছেন এই নির্বাচন একটি চ্যালেঞ্জিং নির্বাচন। রাজনীতিতে অনেক পরিবর্তন এসেছে। মনোনয়ন নিয়ে আপনি সাধারণ মানুষেরকে আশ্বাস দিয়ে নির্বাচিত হয়ে তাদের ভুলে যাবেন, তা হবে না। আপনি যে টপিক সাধারণ মানুষকে নির্বাচনের আগে দিবেন, আপনাকে সেটা কিন্তু বাস্তবায়ন করতে হবে। আপনি বলবেন একটা আর করবেন আরেকটা, এটা জনগণ মেনে নেবে না। আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলে জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে দল।’ এসময় তিনি নেতাকর্মীদের সকল দ্বন্দ্ব ও প্রতিহিংসা পরিহার করে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান।