Sunday 12 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাঁদাবাজ-সন্ত্রাসীদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা আমিনুল হকের

স্টাফ করেসপন্ডেন্ট
১২ অক্টোবর ২০২৫ ১৯:৫৪ | আপডেট: ১২ অক্টোবর ২০২৫ ২১:১৬

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক।

ঢাকা: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন, আমরা কোনো চাঁদাবাজ, দখলদার, লুটতরাজ কিংবা সন্ত্রাসীকে কোনোভাবেই প্রশ্রয় দেব না। অন্যায়কারীর রাজনৈতিক পরিচয় যাই হোক না কেন, তাকে আইনের আওতায় এনে বিচার করা হবে। জিরো টলারেন্স-এই নীতিতেই আমরা অটল।

রোববার (১২ অক্টোবর) বিকেলে মিরপুর ৬ নম্বর সেকশন দারুল উলুম মাদরাসা মসজিদ বাজার কমপ্লেক্সের আওতাধীন মৎস্য আড়ত ও বাজারের শৃঙ্খলা ও স্থিতিশীলতা রক্ষায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আমিনুল হক বলেন, আপনারা যদি ঐক্যবদ্ধ থাকেন- কোনো বিশৃঙ্খলাকারী, কোনো চাঁদাবাজ আপনাদের ক্ষতি করতে পারবে না। আমি আপনাদের পাশে ছিলাম, আছি এবং থাকব ইনশাআল্লাহ।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘গত ১৬ বছরে আওয়ামী লীগ সরকার জোর করে জনগণকে ‘আওয়ামীকরণ’ এর পথে ঠেলে দিয়েছে। কিন্তু আমরা সেটা করব না। আমরা জনগণের স্বাধীন মতামত ও ভোটাধিকারে বিশ্বাস করি। আপনারা যদি মনে করেন, আগামী ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দেবেন, বিএনপিকে, জিয়া পরিবারকে বিজয়ী করবেন- তাহলে তা আপনাদের অধিকার, আপনাদের সিদ্ধান্ত।’

দেশের উন্নয়ন, মানবসম্পদের গুণগত পরিবর্তন ও রাজনৈতিক সংস্কৃতির উন্নয়নের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে আমিনুল হক বলেন, আমরা চাই, দেশের প্রতিটি বাজার হবে চাঁদাবাজমুক্ত, সন্ত্রাসমুক্ত। ব্যবসায়ীরা যেন নিরাপদে, শান্তিতে ও সৎভাবে ব্যবসা করতে পারেন এটাই আমাদের লক্ষ্য।

তিনি আরও বলেন, আমরা চাই, আপনারা ক্রেতাদের ভালো মানের পণ্য দেবেন, সহনশীল পরিবেশে ব্যবসা করবেন। এই বাজারগুলোকে আমরা সম্মানজনক, শৃঙ্খলাবদ্ধ ও ন্যায্য বাণিজ্যের কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চাই।

আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, আগামী ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপিকে ও জিয়া পরিবারকে ধানের শীষ প্রতীকে ভোট দিন। বিএনপি সরকার গঠন করলে প্রত্যেকটি বাজার হবে চাঁদাবাজ মুক্ত ও বিশৃঙ্খলামুক্ত এটাই আমাদের অঙ্গীকার।

আলোচনা সভায় স্থানীয় ব্যবসায়ী, মৎস্য আড়ত মালিক ও এলাকাবাসীর ব্যাপক উপস্থিতি ছিল। বক্তারা বাজারে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।