পল্লী বিদ্যুতের বিল পরিশোধ হবে বিকাশে
৯ জুলাই ২০১৮ ২৩:১৫
।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।
ঢাকা: সারাদেশে পল্লী বিদ্যুতের দুই কোটিরও বেশি গ্রাহকদের বিল পরিশোধ সহজ করতে বিকাশ চালু করেছে ‘পে বিল’ সার্ভিস। রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটকের কারিগরি সহযোগিতায় বিকাশ এই সেবা চালু করেছে।
সোমবার (৯ জুলাই) ঢাকার হোটেল সোনারগাঁওয়ে বিকাশের মাধ্যমে বিল পরিশোধের এই সেবার উদ্বোধন করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার।
‘বিল পে’র উদ্বোধনী অনুষ্ঠানে মোস্তাফা জব্বার বলেন, ‘বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড দেশের সবচেয়ে বড় বিদ্যুৎ বিতরণ প্রতিষ্ঠান। এর গ্রাহকরা যেসব প্রত্যন্ত অঞ্চলে বাস করেন, সেখানে বিল পরিশোধ করা অসুবিধাজনক। কেননা সেখানে ব্যাংকের শাখা বা পল্লী বিদ্যুতের অফিস নেই।’ এখন বিকাশে বিল দেওয়ার সেবা চালু হওয়ায় গ্রাহকদের সময় ও টাকা- দুইই বাঁচবে বলে মন্তব্য করেন তিনি।
তথ্যপ্রযুক্তিমন্ত্রী আরও বলেন, “সহজ ও নিরাপদ লেনদেনের জন্য সরকার একটি ‘ক্যাশলেস সোসাইটি’ গঠনের চেষ্টা করছে। বিকাশের মাধ্যমে ‘বিল পে’ সরকারের এই প্রচেষ্টায় সহায়ক হবে।”
সারাবাংলা/এমএ/টিআর