গাজীপুর: গাজীপুরের শ্রীপুরে শিশু বলাৎকারের পর শ্বাসরোধ করে হত্যার ঘটনায় ঘাতক সোহাগ মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১২ অক্টোবর) সন্ধ্যায় শ্রীপুর থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান গাজীপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মেরাজুল ইসলাম।
পুলিশ জানায়, ঘটনার পর থেকেই স্থানীয়দের সন্দেহ হয় সোহাগ মিয়াকে। পরে রাতে অভিযান চালিয়ে শ্রীপুরের চাওবন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহাগ শিশু বলাৎকারের পর শ্বাসরোধ করে হত্যার বিষয়টি স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বারিক বলেন, ‘গতকাল রাতে গভীর জঙ্গল থেকে একটি শিশুর মরদেহ উদ্ধার করা হয়। পরে তার স্বজনদের অভিযোগের ভিত্তিতে সোহাগকে গ্রেপ্তার করা হয়।’
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত সোহাগ শিশুটিকে জঙ্গলে নিয়ে বলাৎকারের কথা স্বীকার করেছে। শিশুটি তার সঙ্গে ঘটে যাওয়া ঘটনা মা-বাবাকে বলে দেবে জানায়। এতে ক্ষিপ্ত হয়ে সোহাগ শিশুটিকে শ্বাসরোধে হত্যা করে মরদেহ জঙ্গলে ফেলে আসে। গ্রেপ্তার তরুণ প্রাথমিকভাবে হত্যার দায় স্বীকার করেছে এবং তাকে আদালতে পাঠানো হয়েছে।
এর আগে শনিবার সকাল ১০টার দিকে শিশুটি তার বাবার সঙ্গে গাজীপুরের শ্রীপুর উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের চাওবন এলাকার গজারিয়া বনে গরু চরাতে যায়। দুপুরে বাবা গরু নিয়ে বাড়ি ফিরে এলেও শিশু আর ফেরেনি।
পরে পরিবার ও স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করে। দীর্ঘ অনুসন্ধানের পর বিকেল ৩টার দিকে গজারিয়া বনের ভেতরে শিশুটির মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং ময়না তদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।