Sunday 12 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তদন্তের নামে প্রহসন করছে ইসি— অভিযোগ তদন্তনাধীন ১০ দলের

স্টাফ করেসপন্ডেন্ট
১২ অক্টোবর ২০২৫ ২২:৫৬ | আপডেট: ১২ অক্টোবর ২০২৫ ২২:৫৯

নির্বাচন কমিশন ভবন। সারাবাংলা ফাইল ছবি

ঢাকা: আগামী ১৬ অক্টোবরের মধ্যে নিবন্ধন সনদ চায় অধিকতর তদন্তে থাকা নতুন ১০ রাজনৈতিক দল। নিবন্ধনের অপেক্ষায় থাকা দলগুলোর অভিযোগ, নিবন্ধন প্রক্রিয়ায় নির্বাচন কমিশন (ইসি) ‘তদন্তের নামে প্রহসন’ করছে।

রোববার (১২ অক্টোবর) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের কাছে এ বিষয়ে লিখিততে এসব বিষয় জানায় তারা।

এর আগে, ইসি বাছাইয়ে এগিয়ে থাকা ১০টি দলের বিষয়ে অধিকতর তদন্ত করতে মাঠ কর্মকর্তাদের নির্দেশ দেয়। এ বিষয়ে আমজনতার দলের সাধারণ সম্পাদক তারেক রহমান গণমাধ্যমকে বলেন, ‘নির্বাচন কমিশনের ঘোষিত রোডম্যাপ অনুযায়ী জাতীয় নির্বাচনের দিন ঘনিয়ে আসছে। অথচ রাজনৈতিক দল নিবন্ধন প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতা আমাদের কর্মী-সমর্থক ও সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ সৃষ্টি করছে। তাই চলমান তদন্ত দ্রুত শেষ করে ১৬ অক্টোবরের মধ্যে যোগ্য দলগুলোকে নিবন্ধন দিতে হবে।’

বিজ্ঞাপন

বাংলাদেশ জাস্টিসের চেয়ারম্যান মো. দেলোয়ার হোসাইন বলেন, ‘এক দলকে প্রথম তদন্তেই নিবন্ধন দেওয়া ও অন্য দলগুলোকে বারবার তদন্তের মুখোমুখি করা প্রশাসনিক বৈষম্য।’

মৌলিক বাংলার সাধারণ সম্পাদক সাদেক আহম্মেদ বলেন, ‘জাতীয় নির্বাচন ঘনিয়ে এসেছে। তাই আগামী ১৬ অক্টোবরের মধ্যে দ্রুত তদন্ত শেষ করে উপযুক্ত দলগুলোকে দ্রুত নিবন্ধন দেওয়া উচিত।’

উল্লেখ্য, নিবন্ধনের জন্য মোট ১৪৩টি দল আবেদন করেছিল। প্রাথমিক বাছাইয়ে কোনো দল উত্তীর্ণ না হলে সময় বাড়ানো হয়। পুনর্বাছাই শেষে শর্ত পূরণ না করায় ১২১ দলের আবেদন বাতিল করে কমিশন। পরে ২২ দলের ওপর মাঠ পর্যায়ের তদন্ত হয়। এদের মধ্যে ৭ দলের আবেদন বাতিল করা হয়।

আর জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও জাতীয় লীগ নামের দুটি দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত হয়। একটি দলের বিষয়ে আদালতের রায় পর্যালোচনার এবং দুই দলের বিষয়ে সচিবালয় পর্যায়ে যাচাইয়ের সিদ্ধান্ত হয়। বাকি ১০ দলের ক্ষেত্রে অধিকতর তদন্তের নির্দেশ দেওয়া হয়।

আইন অনুযায়ী, নিবন্ধনের জন্য কেন্দ্রীয় কমিটি, এক-তৃতীয়াংশ জেলা ও ১০০ উপজেলা কমিটি এবং প্রতিটি কমিটিতে ২০০ ভোটারের সমর্থন থাকতে হয়। যাচাই ও দাবি-আপত্তি নিষ্পত্তির পর সবকিছু ঠিক থাকলে দলগুলোকে নিবন্ধন সনদ দেয় নির্বাচন কমিশন।

সারাবাংলা/এনএল/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর