Sunday 12 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাইক্ষ্যংছড়িতে ১০ বছরের শিশুকে ধর্ষণ: ধর্ষক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ অক্টোবর ২০২৫ ২১:২৭

মাঝখানে ধর্ষক রাসেল বড়ুয়া প্রকাশ ভচইক্কা। ছবি: সারাবাংলা

বান্দরবান: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী-ঈদগড় সড়কে ১০ বছরের এক শিশুকে ধর্ষণ করে পালিয়ে যাওয়ার সময় ধর্ষক রাসেল বড়ুয়া প্রকাশ ভচইক্কা (২৫)-কে আটক করেছে জনতা। পরে তাকে নাইক্ষ্যংছড়ি থানা পুলিশকে হস্তান্তর করা হয়।

পুলিশ জানায়, ধর্ষণের পর পালিয়ে যাওয়া ভচইক্ক্যার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে দেখে রামু উপজেলাধীন রশীদনগর ইউনিয়নের ধলিরছড়া নামক জায়গা থেকে স্থানীয়রা আটক করে নাইক্ষ্যংছড়ি থানার আওতাধীন বাইশারী পুলিশকে খবর দেয়।

সংবাদ পেয়ে রাত ৭টার দিকে বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই সতেজ বড়ুয়া, নাইক্ষ্যংছড়ি থানার এসআই মো. পলাশ খান ও তার সঙ্গীয় ফোর্স রাসেলকে আটক করে।

বিজ্ঞাপন

ধর্ষক রাসেল বড়ুয়া প্রকাশ ভচইক্কা নাইক্ষ্যংছড়ি উপজেলার উত্তর বাইশারী এলাকার সুজন বড়ুয়ার ছেলে। সে পেশায় একজন গাড়িচালক।

বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন, নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ মাসরুরুল হক।

উল্লেখ্য, রোববার (১২ অক্টোবর) বেলা ১১টার দিকে নাইক্ষ্যংছড়ি বাইশারী-ঈদগড় সড়কে ধর্ষণের এই ঘটনা ঘটে। ধর্ষিতা শিশুটি বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে বলে পরিবারসূত্রে জানা গেছে।

সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর