Sunday 12 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রধান উপদেষ্টা ইতালির রাজধানী রোমে পৌঁছেছেন

স্পেশাল করেসপন্ডেন্ট
১২ অক্টোবর ২০২৫ ২২:৪০ | আপডেট: ১৩ অক্টোবর ২০২৫ ০০:২৭

ইতালির রাজধানী রোমে প্রধান উপদেষ্টা। ছবি : সংগৃহীত

ঢাকা: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ইতালির রাজধানী রোমে পৌঁছেছেন। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) বার্ষিক ওয়ার্ল্ড ফুড ফোরামে যোগ দিতে তিনি দেশটিতে পৌঁছেছেন।

রোববার (১২ অক্টোবর) স্থানীয় সময় বিকেল ৫টার দিকে দেশটিতে পৌঁছান তিনি। প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে।

পোস্টে বলা হয়েছে, প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস রোববার স্থানীয় সময় বিকেল ৫টার দিকে রোমে পৌঁছেছেন। রোমের ফিয়ামিসিনো বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে অভ্যর্থনা জানালেন ইতালিতে বাংলাদেশের রাষ্ট্রদূত এটিএম রোকেবুল হক।

এর আগে ওয়ার্ল্ড ফুড ফোরামের ফ্ল্যাগশিপ ইভেন্টে যোগ দিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ইতালির রাজধানী রোমের উদ্দেশে ঢাকা ছাড়েন।  প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, ইভেন্টে যোগ দিতে রোববার (১২ অক্টোবর) সকাল সাড়ে ১১ টায় প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়।

বিজ্ঞাপন