Monday 13 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশের প্রাচীন ২ প্রকাশনা সংস্থার প্রকাশককে প্যারিসে সংবর্ধনা

নজমুল হক, ফ্রান্স থেকে
১৩ অক্টোবর ২০২৫ ১০:২৫

বাংলাদেশের প্রাচীন প্রকাশনা সংস্থা ‘স্টুডেন্ট ওয়েজ’ ও জনপ্রিয় প্রকাশনা ‘বর্ষাদুপুর’-এর প্রকাশক মাশফিক উল্লাহ তন্ময়কে প্যারিসে সংবর্ধনা প্রদান করা হচ্ছে।

ফ্রান্স: বাংলাদেশের প্রাচীন প্রকাশনা সংস্থা ‘স্টুডেন্ট ওয়েজ’ ও জনপ্রিয় প্রকাশনা ‘বর্ষাদুপুর’-এর প্রকাশক মাশফিক উল্লাহ তন্ময়কে প্যারিসে সংবর্ধনা প্রদান করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সেন্টার, প্যারিস, ফ্রান্স।

রোববার (১২ অক্টোবর) সন্ধ্যায় প্যারিসের উপকণ্ঠ অভারভিলার এক অভিজাত রেস্টুরেন্টে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কবি সোহেল আহমদ, এবং সঞ্চালনা করেন প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক ময়নুল হক।

সংবর্ধিত অতিথি মাশফিক উল্লাহ তন্ময় তার বক্তব্যে বলেন, “আজ প্যারিসে আপনাদের মাঝে দাঁড়িয়ে আমি গভীরভাবে কৃতজ্ঞ ও গর্বিত। এই সংবর্ধনা শুধু আমার জন্য নয়, এটি আমাদের ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্যের সম্মান। আমাদের ভাষা শহিদদের রক্তে রঞ্জিত, আমাদের সাহিত্য আমাদের পরিচয়ের শক্তি। প্রবাসে থেকেও আপনারা সেই পরিচয়কে বাঁচিয়ে রেখেছেন—এটাই আমাদের সবচেয়ে বড় শক্তি।”

বিজ্ঞাপন

তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সেন্টারকে ধন্যবাদ জানিয়ে বলেন, “প্রবাসে থেকেও সবাই যে আন্তরিকভাবে বাংলা সংস্কৃতি ও সাহিত্যকে ধারণ করছেন, তা সত্যিই অনুপ্রেরণাদায়ক।”

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নজরুল গবেষক ও সংগঠনের উপদেষ্টা খোরশেদ আলম পাটোয়ারী, এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন উপদেষ্টা কমিউনিটি ব্যক্তিত্ব শাহ-জামাল।

বক্তারা বলেন, সাত দশক অতিক্রান্ত দেশের ঐতিহ্যবাহী প্রকাশনা সংস্থা স্টুডেন্ট ওয়েজ বাংলাদেশের এক মূল্যবান সম্পদ। প্রকাশক মাশফিক উল্লাহ তন্ময় তার পারিবারিক সাহিত্যিক ঐতিহ্য বজায় রেখে নতুন প্রজন্মে বাংলা বইপ্রেম ছড়িয়ে দিচ্ছেন। তার প্রতিষ্ঠিত ‘বর্ষাদুপুর’ প্রকাশনী ইতোমধ্যেই পাঠকপ্রিয়তা অর্জন করেছে।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত করেন যুগ্ম সাধারণ সম্পাদক শরীফ আহমদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা সেলিম আহমদ, অনলাইন এক্টিভিস্ট মীর জাহান, কমিউনিটি ব্যক্তিত্ব জবরুল ইসলাম, উপদেষ্টা ও সামাজিক কর্মী এম. আলী চৌধুরী, ফরাসি নাট্য অভিনেতা শোয়েব মুজাম্মেল, প্রথম সহ-সভাপতি চৌধুরী রেজাউল হায়দার, সাংবাদিক আবুল কালাম মামুন, ইকবাল মাহমুদ, রাকিবুল ইসলাম, গোলাপগঞ্জ ক্রীড়া সংসদের সভাপতি শাহ আলম, সহ-সভাপতি হেলাল রাব্বানী, এবং সংগঠনের সদস্য মহিউদ্দিন সুহেল, সুহেল আহমদ, যুব সংগঠক আব্দুল কাইয়ুম, গৌছ আহমদ, ছালিক আহমদ প্রমুখ।

এ ছাড়াও, উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি দেলোয়ার হোসেন লিপু, যুগ্ম সম্পাদক নাজমুল ইসলাম, প্রচার সম্পাদক জামিল আহমদ, সহ সাংস্কৃতিক সম্পাদক আরিফ আহমদ, সদস্য ফয়েজ আহমদসহ অনেকে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর