Monday 13 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জরিমানা দিয়ে মালয়েশিয়ার অবৈধ বাংলাদেশিরা দেশে ফিরতে পারবেন

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
১৩ অক্টোবর ২০২৫ ১৩:০১ | আপডেট: ১৩ অক্টোবর ২০২৫ ১৩:৪২

ছবি: সংগৃহীত

ঢাকা: এখন জরিমানা দিয়ে দেশে ফিরতে পারবেন মালয়েশিয়ায় অবস্থানরত অবৈধ বাংলাদেশিরা। সেক্ষেত্রে তাদের সর্বোচ্চ ৫০০ রিঙ্গিত গুণতে হবে। ২০২৬ সালের ৩০ এপ্রিলের মধ্যে তারা এই সুযোগ পাবেন।

সোমবার (১৩ অক্টোবর) মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশন এক বার্তায় এ তথ্য জানিয়েছে।

এতে উল্লেখ করা হয়, মালয়েশিয়ার সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ‘প্রোগ্রাম রিপ্যাট্রিয়াসি মাইগ্রেন ২.০’ এর আওতায় ১৯ মে ২০২৫ হতে ৩০ এপ্রিল ২০২৬ পর্যন্ত অনিয়মিত বিদেশি কর্মীদের মালয়েশিয়ার ইমিগ্রেশনে সর্বোচ্চ ৫০০ রিঙ্গিত জরিমানা প্রদান করে সহজে দেশে প্রত্যাবর্তনের সুযোগ চলমান রয়েছে। যেসব অনিয়মিত বাংলাদেশি কর্মী বাংলাদেশে ফিরে যেতে ইচ্ছুক তাদের শেষ সময়ের জন্য অপেক্ষা না করার জন্য অনুরোধ করা হলো।

বিজ্ঞাপন

উল্লেখ্য, শেষ সময়ে ইমিগ্রেশন দফতরের অনুমতি, বায়োমেট্রিক প্রদানসহ সংগ্রহে জটিলতা সৃষ্টি হতে পারে।

প্রতিকূলতা এড়াতে শেষ সময়ের জন্য অপেক্ষা না করে ট্রাভেল পারমিট সংগ্রহপূর্বক (যাদের পাসপোর্ট নেই অথবা পাসপোর্টের মেয়াদ নেই) প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সবাইকে পরামর্শ দেওয়া হলো।