Monday 13 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিক্ষা ভবন অভিমুখে ৭ কলেজ শিক্ষার্থীদের পদযাত্রা

মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট
১৩ অক্টোবর ২০২৫ ১৩:১২ | আপডেট: ১৩ অক্টোবর ২০২৫ ১৪:১১

রাজধানীর সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের পদযাত্রা।

ঢাকা: শিক্ষা ভবন অভিমুখে পদযাত্রা শুরু করেছেন রাজধানীর সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা।

সোমবার (১৩ অক্টোবর) বেলা ১১টার দিকে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন-২০২৫’ দ্রুত বাস্তবায়নের দাবিতে এই পদযাত্রা শুরু হয়।

নির্ধারিত রোডম্যাপ অনুযায়ী, বেলা ১১টার দিকে নীলক্ষেত দিয়ে ঢাকা কলেজ শিক্ষার্থীরা শিক্ষা ভবনের দিকে রওনা করেন। তাদের সঙ্গে যুক্ত হয়েছেন ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীরাও। এরপর পলাশী হয়ে বকশীবাজারে পৌঁছে বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীদের নিয়ে পদযাত্রা করেন।

একই সময়ে কবি নজরুল সরকারি কলেজ ও শহিদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরাও শিক্ষা ভবনের পথে রওনা দেন। অন্যদিকে সরকারি তিতুমীর কলেজ, মিরপুর বাংলা কলেজ ও বাঙলা কলেজের শিক্ষার্থীরাও নিজ নিজ অবস্থান থেকে পদযাত্রায় যোগ দিতে বের হয়েছেন।

বিজ্ঞাপন

এদিকে, শিক্ষার্থীদের এ কর্মসূচি ঘিরে এলাকাজুড়ে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। মোতায়েন করা হয়েছে বিপুল পুলিশ সদস্য প্রস্তত করা হয়েছে কঠোর নিরাপত্তা বলয়। প্রস্তুত রাখা হয়েছে জলকামান ও সাঁজোয়া যান।

শিক্ষার্থীরা জানান, সরকারঘোষিত প্রস্তাবিত বিশ্ববিদ্যালয় আইন দ্রুত বাস্তবায়নের কোনো সুনির্দিষ্ট রোডম্যাপ না থাকায় তারা চরম অনিশ্চয়তায় রয়েছেন।

উল্লেখ্য, চলতি বছরের ২৬ মার্চ সরকার রাজধানীর সাত সরকারি কলেজকে পৃথক করে নতুন একটি বিশ্ববিদ্যালয় গঠনের ঘোষণা দেয়। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) প্রস্তাবিত নাম নির্ধারণ করে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’। কলেজগুলো হলো—ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, মিরপুর বাংলা কলেজ এবং সরকারি তিতুমীর কলেজ।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর