Monday 13 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জজ সাহেবদের এখন সাহস হয়েছে সঠিক সিদ্ধান্ত নেওয়ার: মির্জা আব্বাস

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ অক্টোবর ২০২৫ ১৪:২২ | আপডেট: ১৩ অক্টোবর ২০২৫ ১৫:৪৩

আদালতে হাজিরা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

ঢাকা: নাশকতার মামলায় অব্যাহতি পাওয়ার পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, এখন অবস্থার পরিবর্তন হয়েছে। জজ সাহেবদের মনোবল বৃদ্ধি পেয়েছে মন ভালো হয়েছে এবং সাহস বেড়েছে।

সোমবার (১৩ অক্টোবর) ঢাকার মহানগর দায়রা জজ আদালতে হাজিরা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, “দীর্ঘ পরীক্ষার পর আদালত দেখেছে এই মামলার আসলে কিছুই নেই। পরিস্থিতির পরিবর্তন হয়েছে— জজ সাহেবদের মনও ভালো হয়েছে, সাহস বেড়েছে। এখন আমরা আশা করি, আদালত আরও গতিশীল হবে আরও স্বাভাবিক হবে। ”

তিনি বলেন, “আমাদের জীবন থেকে এতগুলি বছর কেড়ে নেওয়া হলো। শুধুমাত্র কষ্ট দেওয়ার জন্যই এসব মামলা করা হয়েছিল।”

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, “আমরা দুজন যখন নির্বাচনি প্রচারণা চালাচ্ছিলাম, তখন পুলিশ অযথাভাবে আমাদের ওপর হামলা চালায়, অনেক কর্মীকে আটক করে। এরপর দীর্ঘদিন ধরে আদালতে হাজিরা দিতে হয়েছে, জেল থেকেও হাজিরা দিতে হয়েছে। এসব শুধু হয়রানি করার জন্যই করা হয়েছে।”

মির্জা আব্বাস বলেন, আমাদের বিরুদ্ধে আরও অনেক মামলা রয়েছে, যেগুলো থেকেও আমরা খালাস পাবো প্রত্যাশা করছি। আমরা সরকারের প্রতি ও আদালতের প্রতি অনুরোধ জানাচ্ছি, যেন সব মিথ্যা মামলা থেকে আমাদের অব্যাহতি দেওয়া হয়।

উল্লেখ্য, ২০১৮ সালের জাতীয় নির্বাচনের সময় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে দলীয় নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় দায়ের করা নাশকতা মামলায় সোমবার মির্জা আব্বাস ও তার স্ত্রী বিএনপি নেতা আফরোজা আব্বাসকে অব্যাহতি দেন আদালত।

সারাবাংলা/এফএন/ইআ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর