চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে শীততাপ নিয়ন্ত্রণ মেশিন (এসি) বিস্ফোরণে দগ্ধ মো. শওকত (২৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
সোমবার (১৩ অক্টোবর) বিকেল ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ওই শ্রমিকের মৃত্যু হয়।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আলাউদ্দিন তালুকদার এ বিষয়টি নিশ্চিত করে সারাবাংলাকে জানিয়েছেন, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) শওকত চিকিৎসাধীন ছিলেন।
একই বিস্ফোরণে দগ্ধ মো. তানভীর ও মো. মেশকাত নামে দুইজন হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন আছেন। তাদের বয়স ২৮ থেকে ৩০ বছরের মধ্যে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন জানান, হতাহত তিনজন গণপূর্ত বিভাগের ঠিকাদারের নিয়োগ করা এসি টেকনিশিয়ান।
এর আগে, সকাল ১১টার দিকে চমেক হাসপাতালের সপ্তম তলার ছাদে এসির কম্প্রেসর মেরামতের সময় সেটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। এসির বিভিন্ন যন্ত্রাংশ ছিটকে পড়ে হাসপাতালের বিভিন্ন ফ্লোরে। এর নিচতলায় হাসপাতালের ৩৩ নম্বর ওয়ার্ডে প্রসূতি বিভাগ। বিস্ফোরণে সেই ওয়ার্ডের ছাদে লাগানো ডেকোরেটিভ বোর্ডসহ আরও বিভিন্ন সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে।
তবে প্রসূতি বিভাগে চিকিৎসাধীন রোগীদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বিকট শব্দের কারণে রোগী ও দর্শনার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল।