Monday 13 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুষ্টিয়া থেকে ঝিনাইদহ পর্যন্ত রেল চালুর দাবি ইবি ছাত্রদলের

ইবি করেসপন্ডেন্ট
১৩ অক্টোবর ২০২৫ ১৯:৪৩ | আপডেট: ১৩ অক্টোবর ২০২৫ ২০:৪৫

স্মারকলিপি নিচ্ছেন রুটিন দায়িত্বপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী। ছবি: সারাবাংলা

ইবি: কুষ্টিয়া থেকে ঝিনাইদহ পর্যন্ত রেল যোগাযোগ চালুসহ দুই দফা দাবিতে স্মারকলিপি প্রদান করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদল।

সোমবার (১৩ অক্টোবর) দুপুর ৩টায় রুটিন দায়িত্বপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী বরাবর স্মারক প্রদান করে সংগঠনটির নেতাকর্মীরা।

এসময় শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ, সদস্য সচিব মাসুদ রুমি মিথুন ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজসহ অন্যরা উপস্থিত ছিলেন।

স্মারকলিপিতে বলা হয়েছে, ‘ছাত্রদল সবসময় শিক্ষার্থীদের স্বার্থ সুরক্ষা ও যৌক্তিক দাবি আদায়ে সোচ্চার। পরিবহননির্ভর ইসলামী বিশ্ববিদ্যালয়ের যানবাহন নিয়মিত কুষ্টিয়া-ঝিনাইদহ রুটে চলাচল করে থাকে। মহাসড়কের বেহাল দশায় প্রায়ই দূর্গঘটনায় পতিত হচ্ছে ক্যাম্পাসের যানবাহন। এ কারণেই আমরা এ দাবিগুলো জানাচ্ছি। অতিদ্রুত দাবিসমূহ পূরণে কার্যকর ব্যবস্থা গ্রহণ না করা হলে আমরা শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে রাজপথে নামতে বাধ্য হবো।’

বিজ্ঞাপন

তাদের দাবিগুলো হলো-কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক দ্রুত সংস্কারের ব্যবস্থা করা এবং কুষ্টিয়া থেকে ঝিনাইদহ পর্যন্ত রেল যোগাযোগ চালু করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা।

এ ব্যাপারে রুটিন দায়িত্বপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী বলেন, ‘ছাত্রদলকে এরকম শিক্ষার্থীবান্ধব দাবি তোলার জন্য ধন্যবাদ। ভিসি স্যার বিদেশ থেকে ক্যাম্পাসে ফিরলেই ওনার সঙ্গে এটা নিয়ে কথা বলব। এরপর কীভাবে আগানো যায় সে-ব্যাপারে সিদ্ধান্ত নেব।’