Monday 13 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাজীপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রমোশন দিবস উদযাপন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ অক্টোবর ২০২৫ ২০:০৯

বক্তব্য দিচ্ছেন গাজীপুরের জেলা প্রশাসক নাফিসা আরেফীন। ছবি: সারাবাংলা

গাজীপুর: ‘সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুরে উদযাপিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রমোশন দিবস–২০২৫। দিবসটি উপলক্ষে সোমবার (১৩ অক্টোবর) দুপুরে গাজীপুর কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে আয়োজন করা হয় ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ে মহড়া এবং আলোচনা সভা।

গাজীপুর জেলা প্রশাসনের আয়োজনে এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সহযোগিতায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নাফিসা আরেফীন। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোতাছেম বিল্যাহ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাজ্জাত হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সোহেল রানা, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আওলাদ হোসেন এবং গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. মামুন প্রমুখ।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা ও প্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমন্বিত উদ্যোগের মাধ্যমে ক্ষয়ক্ষতি রোধ করা সম্ভব।

পরে গাজীপুর ফায়ার সার্ভিস, রেড ক্রিসেন্ট সোসাইটি ও শিক্ষার্থীদের অংশগ্রহণে আত্মরক্ষামূলক ভূমিকম্প ও অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়।

মহড়ায় অংশগ্রহণকারীরা দুর্যোগকালীন সময়ে দ্রুত সরে যাওয়া, আগুন নেভানো ও আহতদের প্রাথমিক চিকিৎসা বাস্তবভাবে প্রদর্শন করা হয়।

অনুষ্ঠান শেষে শিক্ষার্থী ও অংশগ্রহণকারীদের মধ্যে দুর্যোগ সচেতনতা বিষয়ক লিফলেট বিতরণ করা হয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর